উদ্যাপনে বাড়াবাড়ি করায় ৩ লাখ টাকা জরিমানা সিরাজের
লর্ডস টেস্ট রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। ইংল্যান্ড–ভারত দুই দলের খেলোয়াড়দের উদ্যাপনেও তার ছাপ পড়েছে। তবে এমনই এক উদ্যাপনে বাড়াবাড়ি করে ফেলায় জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে। ঘটনাটি ঘটেছে গতকাল টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে।
ভারতের পেসার মোহাম্মদ সিরাজের বলে মিড অনে দাঁড়ানো যশপ্রীত বুমরার হাতে ক্যাচ তুলে দেন ইংল্যান্ড ওপেনার ডাকেট। আউট করেই ডাকেটের দিকে তেড়ে গিয়ে উদ্যাপন করতে দেখা যায় সিরাজকে। খুব কাছাকাছি পৌঁছে গেলেও সিরাজের দিকে না তাকিয়ে ড্রেসিংরুমে হাঁটা ধরেন ডাকেট। এই ঘটনার পর মাঠের আম্পায়ারকে সিরাজের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ডাকেটকে আউটের পর বাড়াবাড়ি উদ্যাপন করে আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সিরাজকে। আজ আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ভারতের ক্রিকেটাররা প্রতিটি টেস্টের জন্য ম্যাচ ফি হিসেবে ১৫ লাখ রুপি করে পান। এই হিসাবে প্রায় ২ লাখ ৯২ হাজার টাকা জরিমানা দিতে হবে সিরাজকে।
আইসিসির ভাষায়, ‘আউট হওয়া ব্যাটসম্যানদের খুব কাছাকাছি এসে উদ্যাপন করায় আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন সিরাজ। যেখানে বলা আছে কোনো ব্যাটারের আউট হয়ে যাওয়ার পর তাঁর প্রতি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানো।’
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের আনা এই অভিযোগ মেনে নিয়েছেন সিরাজ। এ জন্য আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার পল রাইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই শাস্তি কার্যকর করেছেন।
দুই বছরের মধ্যে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এর আগে গত বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টেও ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্টে নিষিদ্ধ হবেন।