গুগলি বোঝো আর সুইপ শেখো, বাবরকে পরামর্শ মালিক–মিসবাহর

পাকিস্তান অধিনায়ক বাবর আজমছবি: এএফপি

আদিল রশিদের আগের দুই ওভারে দুটি করে চারটি বল খেলেছিলেন বাবর আজম। সব কটি বলই ছিল মিডল স্টাম্পে, বাবর খেলেছেন লেগ সাইডে। তৃতীয় ওভার করতে এসে প্রথম ডেলিভারিটিই অফ স্টাম্পের বাইরে ফেললেন আদিল।

লেগ স্পিনার আদিলের বলটি বাঁক নিয়ে আরও বাইরে যাবে ভেবে খানিকটা পিছিয়ে জায়গা করলেন বাবর। উদ্দেশ্য কাভার দিয়ে খেলবেন। কিন্তু যা ভেবেছিলেন, সেটা হয়নি। বল পিচ করে বাঁক নেয় ভেতরে, মানে গুগলি। বলে-ব্যাটে হলো ঠিকই, কিন্তু টাইমিংয়ের গড়বড়ে সহজ ক্যাচ হয়ে চলে গেল আদিলেরই হাতে।

ঠিক এভাবেই আদিলের স্পিনে পরাস্ত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আউট হয়েছেন বাবর। তাঁর আউটের আগে অধিনায়ককে কেন্দ্র করে এগোচ্ছিল পাকিস্তানের ব্যাটিং। কিন্তু ২৮ বলে ৩২ রান করে বাবর আউট হওয়ার পর বড় ধাক্কা খায় পাকিস্তানের ব্যাটিং। শান মাসুদ-শাদাব খানদের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ালেও দলীয় পুঁজিটা শেষ পর্যন্ত ভালো জায়গায় পৌঁছায়নি। ১৩৭ রানে আটকে যাওয়া পাকিস্তান ম্যাচ হেরে যায় ৫ উইকেটে।

ম্যাচ শেষে পাকিস্তানের হারের বিশ্লেষণে উঠে আসে বাবরের ওই আউট। গতকালের আগেও আদিলের বলে ৩ বার আউট হয়েছেন বাবর। এবার বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও একই দশা হওয়ায় পাকিস্তান অধিনায়ককে গুগলি বোঝার পরামর্শ দিয়েছেন সাবেকরা।

বাবর আজমের হাতে আছে কভার ড্রাইভের মতো নান্দনিক শট
ছবি: শামসুল হক

পাকিস্তানের এ স্পোর্টসের অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেন, ‘বাবরের ব্যাটিংয়ে পরিবর্তন আনা দরকার। পা জায়গায় আটকে থাকলেও পেস বোলিং সামাল দেওয়া যায়।’

শোয়েব এরপর যোগ করেছেন, ‘স্থির পা নিয়ে স্পিন খেলা যায় না; আদিলের বলটিতেই যেটা ঘটেছে। বাবর কভারের দিকে খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু বলটা যেহেতু গুগলি ছিল, কিছুই করতে পারেনি। আউট হয়ে গেল। আমি বলব, আপনি যদি একজন স্পিনারের হাত ঘোরানোর ধরন দেখে বুঝতে না পারেন, তাহলে প্রচুর ভিডিও দেখতে হবে আপনাকে।’

আরও পড়ুন

বাবরকে গুগলি নিয়ে কাজ করার অনুরোধ জানিয়ে শোয়েব মালিক বলেন, ‘গুগলি বলে প্রায়ই ওর সমস্যা হচ্ছে। বাবরের প্রতি আমার অনুরোধ থাকবে, সে যেন গুগলির বিপক্ষে ব্যাটিং নিয়ে কাজ করে।’

অনুষ্ঠানে মালিকের সঙ্গে ছিলেন আরেক সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। বাবরের জন্য তাঁর পরামর্শও একই, ‘বল বুঝতে না পারলে কখনোই স্কয়ারের দিকে খেলা ঠিক নয়। কারণ, ব্যাট একবার বেরিয়ে গেলে সমস্যায় ফেলে দিতে পারে। বলের ধরন না বুঝতে পারলে সোজা ব্যাটে খেলা ভালো।’

পাকিস্তান দলের কোচ হিসেবে কাজ করা মিসবাহ বাবরকে আরেকটি শট শিখে নেওয়ারও পরামর্শ দিয়েছেন, ‘আগেও কয়েকবার বলেছি, আবারও বলছি—বাবরের সুইপ শট নিয়ে কাজ করা দরকার। সে সুইপ খেলতে পারত, কিন্তু ওর ভান্ডারে এই শট নেই।’