মোস্তাফিজের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই

প্লে–অফ খেলা নিশ্চিত করেছে যশপ্রীত বুমরার মুম্বাই ইন্ডিয়ানসএএফপি

পারল না দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজুর রহমানের দিল্লি পারল না বাঁচামরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচাতে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ স্বাগতিক মুম্বাইয়ের কাছে ৫৯ রানে হেরে প্রথম পর্ব খেলেই বিদায় নিশ্চিত করেছে দিল্লি। আর এই জয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলা নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই।

টসে হেরে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮০ রান তোলে মুম্বাই। রান তাড়ায় দিল্লি অলআউট হয় ১৮.২ ওভারে ১২১ রানে। ১৩তম ম্যাচে পাওয়া অষ্টম জয়ে মুম্বাইয়ের পয়েন্ট এখন ১৬। দলটি আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লি। দুই দলের একটি করে ম্যাচ হাতে আছে। যার অর্থ, মুম্বাই শেষ ম্যাচে হারলে ও দিল্লি শেষ ম্যাচে জিতলেও অবস্থানের কোনো হেরফের হবে না।

প্রথম ওভারে ৭, দ্বিতীয় ওভারে ১৫—মুম্বাই বিনা উইকেটে ২২ রান তুলে ফেলার পর মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লি অধিনায়ক ফাফ ডু প্লেসি। দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে আইপিএল ক্যারিয়ারের নিজের ৬২তম উইকেট পেয়ে যান মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ৩ রান বাংলাদেশের বাঁহাতি পেসার পরের ওভারে দেন ১২ রান। এরপর ১৪তম ওভারে ফিরে ৯ রান দেওয়ার পর ১৮তম ওভারে দেন ৬ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

রোহিত শর্মাকে ফেরানোর পর সতীর্থদের সঙ্গে মোস্তাফিজুর রহমান
এএফপি

মোস্তাফিজ বোলিং কোটা পূর্ণ হওয়ার পর মুম্বাইয়ের স্কোর ছিল ১৩২/৫। সেই দল শেষ ২ ওভারে তোলে ৪৮ রান। নমন ধর ৮ বলে ২৪ রানে ও সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। মুকেশ কুমার ১৯তম ওভারে দেন ২৭ রান, শেষ ওভারে দুষ্মন্ত চামিরা দিয়েছেন ২১ রান।

আরও পড়ুন

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। তৃতীয় ওভারে স্কোর ২০ হতেই ফিরে যান ডু প্লেসি (৬) ও লোকেশ রাহুল (১১)। একপর্যায়ে ৬৫ রানে ৫ উইকেট খোয়ানো দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন চারে নামা সামির রিজভি। এ ছাড়া বলার মতো রান করেছেন বিপ্রজ নিগম (২০) ও আশুতোষ শর্মা (১৮)। ১১ নম্বরে ব্যাট করতে নেমে মোস্তাফিজ প্রথম বলেই বোল্ড হয়েছেন যশপ্রীত বুমরার বলে।  

৪৩ বলে ৭৩ রান করেছেন মুম্বাইয়ে সূর্যকুমার যাদব
এএফপি

মুম্বাইয়ের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৪ ওভারে ১১ রান দিয়ে ও পেসার যশপ্রীত বুমরা ৩.২ ওভারে ১২ রান দিয়ে পেয়েছেন ৩টি করে উইকেট।

আরও পড়ুন