দ্রুত রান তোলার রেকর্ড গড়েও বৃষ্টির শঙ্কায় ভারত

৩৫ বলে ফিফটি পূরণ করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাছবি : এএফপি

বৃষ্টির কারণে কাল ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে গেছে। শেষ দিনে একটি বলও মাঠে না গড়ানোয় ড্র হয়েছে ম্যানচেস্টার টেস্ট। তাতে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।

ম্যানচেস্টার থেকে ৭ হাজার কিলোমিটার দূরের শহর পোর্ট অব স্পেনে আজ সেই বৃষ্টিই ওয়েস্ট ইন্ডিজের জন্য হতে পারে আশীর্বাদ, আর ভারতের জন্য শঙ্কার নাম। কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের শেষ দিনে আজ ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও ২৮৯ রান।

কিন্তু আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজ স্থানীয় সময় সকালে ঝোড়ো বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে কমলেও বিকেলে আবারও বৃষ্টি নামবে। সেটা হলে ম্যানচেস্টারের মতো পোর্ট অব স্পেন টেস্ট ড্র-ই হবে। যদিও ডমিনিকায় প্রথম টেস্ট জেতায় ভারতই ১-০ ব্যবধানে সিরিজ মুঠোয় পুরবে। কিন্তু সিরিজটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন বলেই ক্যারিবীয়দের ধবলধোলাই করতে চাইবে ভারত।

আরও পড়ুন

পোর্ট অব স্পেনে কাল চতুর্থ দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছে। সারা দিনে খেলা হয়েছে ৬৪ ওভার। এর মধ্যে ২৪ ওভার ব্যাটিং করে ইংল্যান্ডের বাজবলকেও যেন ছাড়িয়ে গেছে ভারত। ২ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রানরেট ৭.৫৪; যা টেস্টের এক ইনিংসে ন্যূনতম ২০ ওভার ব্যাটিং করা দলগুলোর মধ্যে সর্বোচ্চ! ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ৭.৫৩ রানরেটে ২৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। এত দিন সেটাই ছিল সর্বোচ্চ।

পোর্ট অব স্পেনে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে
ছবি : বিসিসিআই

দ্রুত রান তোলায় আরেকটি রেকর্ডও গড়েছে ভারত। রোহিত ও জয়সোয়ালের উদ্বোধনী জুটি মাত্র ৭১ বলে ভারতের রানকে এক শর ঘরে নিয়ে যায়। টেস্ট ইতিহাসে এটি দ্রুততম দলগত সেঞ্চুরি। এ ক্ষেত্রে দুইয়ে নেমে গেছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ৮০ বলে ১০০ ছুঁয়েছিল শ্রীলঙ্কার ইনিংস।

বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত। জবাবে মোহাম্মদ সিরাজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৫/৬০) ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত এরপর সেই মারকাটারি ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ৩৬৫ রানের লক্ষ্য দেয়। স্বাগতিকেরা ২ উইকেটে ৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করে।

উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেটের পর অভিষিক্ত কার্ক ম্যাকেঞ্জিকেও ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তেজনারায়ণ চন্দরপল ২৪ ও জারমেইন ব্ল্যাকউড ২০ রানে অপরাজিত আছেন।

ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোহাম্মদ সিরাজ
ছবি : এএফপি

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৪৩৮ ও ২৪ ওভারে ১৮১/২

(রোহিত ৫৭, ঈশান কিষান ৫২*; গ্যাব্রিয়েল ১/৩৩, ওয়ারিকান ১/৩৬)

ওয়েস্ট ইন্ডিজ : ২৫৫ ও ৩২ ওভারে ৭৬/২

(ব্রাফেট ২৮, চন্দরপল ২৪*, ব্ল্যাকউড ২০*; অশ্বিন ২/৩৩)

* ৪র্থ দিন শেষে