বিশ্বকাপের পরই হাথুরুসিংহের ‘আসল কাজ’

প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেছবি: আইসিসি

এবারের বিশ্বকাপের অন্যতম বিস্ময়ের নাম বাংলাদেশ। সেটা অবশ্য ভালো খেলে নয়, খারাপ খেলে। যে দলটা ওয়ানডে সুপার লিগ তিন নম্বরে থেকে শেষ করেছিল, সেই দলটাই বিশ্বকাপে এসে আফগানিস্তানকে হারানো ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি।

এমনকি আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের কাছেও হেরেছে বড় ব্যবধানে। স্বাভাবিকভাবেই এমন ব্যর্থতার দায় প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ওপরও পড়ে।

এমন ব্যর্থ এক বিশ্বকাপ শেষে দলকে কতটা সামনে এগিয়ে নিতে পারবেন হাথুরুসিংহে— আজ এই প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলের কোচকে। দিল্লিতে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হাথুরুসিংহে। বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতায় নিজের দায় কম বোঝাতে গিয়ে তিনি বলেছেন, দল নিয়ে কাজ করার সুযোগ খুব একটা পাননি। এই বিশ্বকাপের পরই তাঁর কাজ শুরু হবে।

আরও পড়ুন

রাসেল ডমিঙ্গো সরে যাওয়ার পর হাথুরুসিংহে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন এ বছরের ফেব্রুয়ারিতে। এ বিষয়টি টেনে তিনি বলেছেন, ‘মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর।’ হাথুরুসিংহের মতে, বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়। এরপর দলকে সামনে নিয়ে যেতে হয়, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।’

বাংলাদেশের অনুশীলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও লিটন দাস
ছবি: এএফপি

২০১৭ সালে মেয়াদ শেষের আগে বাংলাদেশ কোচের চাকরি ছেড়ে যাওয়া হাথুরুসিংহে এ দফায় দুই বছরের জন্য চুক্তি করেছেন।

আরও পড়ুন