তানজিম ‘এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল’

ভারতের বিপক্ষে কাল বোলিংয়ে ভালো শুরু এনে দেন তানজিমছবি: এএফপি

পুঁজিটা ২৬৫ রানের। এই পুঁজি নিয়ে ভারতের মতো দলের বিপক্ষে জিততে সবার আগে কী প্রয়োজন? অবশ্যই বোলিংয়ে দুর্দান্ত একটা শুরু, দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলে সবচেয়ে ভালো।

ভারতের ইনিংসে ২.৪ ওভারের মধ্যেই সেটা করেছিলেন তানজিম হাসান সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে নিজের দ্বিতীয় বলে তুলে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর নিজের দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে বোল্ড আউট করেন তিলক ভার্মাকে। আসলে বাংলাদেশ যে এ ম্যাচ জিততে পারে, সেই বিশ্বাস তাঁর কাছ থেকেই এসেছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ম্যাচেই যে বোলার এমন আত্মবিশ্বাস (৭.৫–১–৩২–২) দেখাতে পারেন, তাঁকে নিয়ে আশাটা একটু বড় হওয়াই তো স্বাভাবিক। গতকাল রাতে এশিয়া কাপ সুপার ফোরে ভারতকে ৬ রানে হারানোর পর তানজিমকে নিয়ে আশার কথাই জানালেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচ স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে।’

বাংলাদেশের জয়ের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল ২০ বছর বয়সী এই পেসারের দলে থাকার সম্ভাবনা নিয়ে। হাথুরুসিংহে বলেছেন, ‘এটা বলতে পারি, এই ম্যাচ দিয়ে সে বিশ্বকাপ দলে থাকার দাবি তুলল। আমরা চাইছি বিশ্বকাপে ইনজুরিমুক্ত চার পেসার। কারণ, ইবাদত চোটে পড়ে বিশ্বকাপ খেলতে পারবে না।’

বাংলাদেশের বিশ্বকাপ দলে কি থাকবেন তানজিম। কাল উইকেট নেওয়ার পর
ছবি: এএফপি

অর্থাৎ আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে অন্তত চার পেসার চান হাথুরুসিংহে। ইবাদত সুস্থ থাকলে পেসারদের ‘সেটআপ’ মোটামুটি ঠিক করাই ছিল। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও ইবাদত। কিন্তু গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন ইবাদত। এরপর এশিয়া কাপের সঙ্গে তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনাও শেষ হয়ে যায়।

আরও পড়ুন

হাথুরুসিংহে স্পষ্ট করে না বললেও তাঁর কথায় বোঝা যায়, ইবাদতের শূন্যতা পূরণের মতো সামর্থ্য তানজিমের আছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তার ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’

অভিষেকেই আশা দেখিয়েছেন তানজিম
ছবি: এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ভালো খেলার পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে? তানজিমের জন্য সামনে এমন কিছু অপেক্ষায় থাকলে অবাক হওয়ার কিছু নেই। স্বয়ং কোচ হাথুরুসিংহে ব্যাট ধরেছেন তাঁর হয়ে! তানজিম তাহলে এখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতেই পারেন। হাতে তো সময় নেই!