ডি কক, কোহলি, রোহিত, ওয়ার্নার, রবীন্দ্র, জাম্পা...কে হবেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

কে হবেন এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়? এগিয়ে আছেন কুইন্টন ডি কক, অ্যাডাম জাম্পা ও বিরাট কোহলি

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ নাটকের প্রথম পর্ব শেষ প্রান্ত এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যা যা ঘটেছে, তার সংক্ষিপ্তকরণ করে ব্যক্তিগত পারফরম্যান্সগুলো একবার দেখে নেওয়া যেতে পারে। কত রঙিন রঙিন মুহূর্তই না তৈরি করেছেন কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, রোহিত শর্মা, রাচিন রবীন্দ্র, এইডেন মার্করাম, দিলশান মাদুশঙ্কা, অ্যাডাম জাম্পা, শাহিন আফ্রিদি, মার্কো ইয়ানসেন, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামিরা।

কত কত নাম এসে গেল! তাঁদের সবাই এখন পর্যন্ত এবারের বিশ্বকাপকে আলোকিত করেছেন আপন আলোয়। কিন্তু এই যে এতজনের নাম বলা হলো, তাঁদের মধ্যে অনেকেই ঝরে পড়বেন ফাইনালের আগে। তাঁদের দল উঠতে পারবে না শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে। ব্যক্তিগত সেরার লড়াইয়ে তো একজন বাদে ঝরে পড়বেন বাকি সবাই।

অথচ দেখুন, এখন পর্যন্ত ‘কী ভয়ানক লড়াই’টাই না হচ্ছে! দক্ষিণ আফ্রিকার ডি কক চারটি শতকসহ ৭ ইনিংসে ৭৭.৮৫ গড়ে ৫৪৫ রান করেছেন। রবীন্দ্র এখানে করেছেন তিনটি শতক। ৮ ইনিংসে তাঁর রান ৫২৩। মাত্র একটি শতক করলেও চারটি অর্ধশতক কোহলির, যার তিনটি আবার ৮৫, ৯৫ ও ৮৮ রানের। ৭ ইনিংসে ৪৪২ রান নিয়ে এখন পর্যন্ত তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম গড়েছেন বিশ্বকাপের দ্রুততম শতক। কয়েক ম্যাচ পরই সেটি আবার ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তো ব্যাট হাতে আছেন দারুণ ছন্দে।

আরও পড়ুন
রেকর্ড সেঞ্চুরির পর গ্লেন ম্যাক্সওয়েল
এএফপি

এবার অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বকাপটা হতে পারে অলরাউন্ডারদের। কিন্তু ক্রিকেট-সব্যসাচীদের কেউই এবার খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। মিচেল মার্শ কিছুটা ভালো করলেও পারিবারিক কারণে দেশে ফিরে গেছেন তিনি। ভারতের হার্দিক পান্ডিয়াও জ্বলে ওঠার আগেই ছিটেক গেছেন বিশ্বকাপ থেকে। ম্যাক্সওয়েল জ্বলেছেন একটিমাত্র ম্যাচে। পাকিস্তানের শাদাব খান তো একদমই ম্লান!

তবে ব্যাটসম্যানদের বিশ্বকাপে বোলারদের কেউ কেউ ঠিকই জ্বলে উঠছেন। শ্রীলঙ্কার সেমিফাইনালের ভাগ্য শুধুই গাণিতিক হিসাবে টিকে থাকলেও দলটির পেসার দিলশান মাদুশঙ্কা আবার বল হাতে অনবদ্য ছন্দে আছেন। ৭ ইনিংসে ১৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১৬ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন জাম্পা, শাহিন আফ্রিদি ও ইয়ানসেন। দারুণ ছন্দে এগিয়ে চলা ভারতের ফাস্ট বোলার বুমরার উইকেট ১৫টি। মোহাম্মদ শামি আবার মাত্র ৩টি ম্যাচ খেলেই নিয়েছেন ১৪ উইকেট। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ক্রমেই ভয়ংকর হয়ে উঠছেন ভারতের পেসার। ৫ উইকেট করে নিয়েছেন ২ ম্যাচে।

আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রান করেছেন কুইন্টন ডি কক
ছবি : আইসিসি

ডি কক আবার শুধু উইকেটের সামনেই নয়, পেছনেও দুর্দান্ত। ১২টি ডিসমিসাল করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান। এর মধ্যে ১১টি ক্যাচ নিয়েছেন, একটি স্টাম্পিং। ওয়ার্নার আবার নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬টি ক্যাচ। নিজে কী করেছেন, দলের এগিয়ে চলায় কতটা অবদান রাখতে পেরেছেন, ব্যক্তিগত আর দলীয়ভাবে চূড়ান্ত সাফল্য পেয়েছেন কি না, সব মিলিয়ে যিনি এগিয়ে থাকবেন, তাঁর হাতেই তো উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সেই হিসাবে এখনই সংক্ষিপ্ত তালিকা করা মুশকিল। তবে এটা একপ্রকার নিশ্চিত, এখানে যে কজনের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে যাঁর দল বিশ্বকাপের ট্রফি পাবে কিংবা খেলবে ১৯ নভেম্বরের ফাইনালে, হয়তো তাঁর ভাগ্যেই জুটবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

আরও পড়ুন