রান–উৎসবের আইপিএলেও বুমরা যেখানে আলাদা

পারফর্ম করে চলেছেন বুমরাইনস্টাগ্রাম

রান–উৎসবের আইপিএল, ছক্কার আইপিএল, ২০০ রানের আইপিএল—এবারের আইপিএলকে আপনি যেকোনো নামে ডাকতে পারেন। যে নামে, যেভাবে বলুন না কেন, মূল বিষয় একটাই—ব্যাটসম্যানদের হাত থেকে বোলারদের রেহাই নেই। তবে এর মধ্যেও একজন ব্যতিক্রম। ব্যাটসম্যানরা তাঁর সামনে এখনো নাজেহাল। তিনি মুম্বাই ইন্ডিয়ানসের পেসার যশপ্রীত বুমরা।

এবারের আইপিএলে বুমরা নিয়েছেন ২০ উইকেট। এখন পর্যন্ত শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই পেসার ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৪৮ করে।

২২ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত শীর্ষ উইকেট সংগ্রাহক হর্শাল প্যাটেল, যিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫১ করে। কলকাতার বরুণ চক্রবর্তী ১৮ উইকেট নিয়ে আছেন তালিকার তিনে, তিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৩৪ করে। পেসার মুকেশ কুমার ও অর্শদীপ সিং ১৭ উইকেট নিয়ে আছেন তালিকার চার ও পাঁচ নম্বরে। তারা দুজনেই খরচ করেছেন ১০ রানের বেশি করে। স্পিনার যুজবেন্দ্র চাহাল ও পেসার খলিল আহমেদও ১৭টি করে উইকেট নিয়েছেন, দুজনেই খরচ করেছেন ওভারপ্রতি ৯ রানের বেশি।

এবারের আইপিএলে বুমরা নিয়েছেন ২০ উইকেট
এক্স

দেখে মনে হতে পারে বুমরা যেন আলাদা কোনো উইকেটে বোলিং করেছেন। অথচ ম্যাচের সবচেয়ে কঠিন ওভারগুলোই করেছেন বুমরা। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার যেকোনো সময়েই দলের প্রয়োজনে বল করতে হয় এই পেসারকে। এবারের আইপিএলে কমপক্ষে ২ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে শুধু কেশব মহারাজের ইকোনমিই বুমরার চেয়ে কম—৬.৫০। তবে প্রোটিয়া এই স্পিনার ম্যাচ খেলেছেন মাত্র দুটি।

আরও পড়ুন

রান–উৎসবের আইপিএলের ছোঁয়া যেমন বুমরার গায়ে লাগেনি, তেমনি মুম্বাইয়ের হযবরল অবস্থার ছোঁয়াও লাগেনি এই পেসারের গায়ে। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়ার পর থেকেই মুম্বাই ড্রেসিংরুমে ভাঙনের সুর বেজেছে বলে শোনা গেছে। দলও মোটেই পারফর্ম করতে পারেনি। সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। হেরেছে একের পর এক ম্যাচে।

তবে বুমরা খেলেছেন নিজের মতোই। এবারের আইপিএলে বুমরাই মুম্বাইয়ের একমাত্র ক্রিকেটার, যিনি প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন। অথচ পান্ডিয়া মুম্বাইয়ে অধিনায়ক হিসেবে ফেরায় সবার চেয়ে বেশি বুমরারই মন খারাপ হওয়ার কথা। কারণ, রোহিতের পর নিয়মিত অধিনায়ক হওয়ার দায়িত্ব পাওয়ার দৌড়ে যে বুমরাও ছিলেন!

আইপিএলে মুম্বাইয়ের হয়ে এভাবেই বুমরা পারফর্ম করে যাচ্ছেন কয়েক মৌসুম ধরে। গত মৌসুম চোটের কারণে খেলতে পারেননি। ২০২২ মৌসুমে ১৪ ম্যাচে উইকেট নিয়েছিলেন ১৫, রান খরচ করেছিলেন ওভারপ্রতি ৭.১৮ করে। আরেকটি বছর পেছনে গেলে, অর্থাৎ ২০২১ সালে ১৪ ম্যাচে উইকেট নিয়েছিলেন ২১, ওভারপ্রতি সেই বছর রান খরচ করেছিলেন ৭.৪৫ করে।

বুমরা আছেন সেরা ছন্দে
ইনস্টাগ্রাম

আইপিএল চলতি মৌসুমে ওভারপ্রতি রান উঠেছে ৯–এর বেশি করে, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে বেশি ১১৫৮টি ছক্কাও এসেছে এবার। গতকাল লক্ষ্ণৌর ২০০ রানের বেশি স্কোরের মাধ্যমে আইপিএলে সর্বোচ্চ ৩৮ বার ২০০ বা এর চেয়ে বেশি রান তোলার রেকর্ডও হয়েছে এ বছর। আইপিএল এখনো চলছে, সংখ্যাটা যে আরও বাড়তেই থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

এমন এক আইপিএলেও বুমরা নিজের সেরাটা দিতে পেরেছেন। উইকেট নিয়েছেন, রানও দেননি। কিপটে বোলিং বিবেচনায় তাঁর খেলা সর্বশেষ দুই আইপিএলের চেয়ে ভালো বোলিং করেছেন। বুমরার বিশেষত্ব ফুটে উঠেছে এখানেই।

আরও পড়ুন