মুক্তহস্তে রান বিলিয়ে বিশ্বকাপে রউফের রেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে এ যাত্রায় বল আটকাতে পারলেও বিশ্বকাপে রান দেওয়া থামাতে পারেননি পাকিস্তানি পেসার হারিস রউফছবি: এএফপি

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এমন একটি রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শেষ করবেন, এমনটা নিশ্চয়ই হারিস রউফ ভাবেননি। পাকিস্তানের ডানহাতি এই পেসার আজ লিগ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ রানে ৩ উইকেট নিয়েছেন।

এই ৬৪ রান খরচের মাধ্যমে এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে মোট ৫৩৩ রান দিলেন রউফ। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রউফ পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আদিল রশিদের দেওয়া ৫২৬ রানকে। তবে বিব্রতকর এই রেকর্ডের পাশাপাশি কিছু ভালো পরিসংখ্যানও যোগ হয়েছে রউফের ঝুলিতে।

আরও পড়ুন

রউফ ইংলিশদের বিপক্ষে ৩ উইকেটের দুটি নিয়েছেন ডেথ ওভারে। এবারের বিশ্বকাপে ডেথ ওভারে (৪১–৫০) সবচেয়ে বেশি ১০ উইকেট এখন তাঁর। তবে বিশ্বকাপ শেষেও তিনি ডেথ ওভারের সর্বোচ্চ উইকেটশিকারি থাকতে পারবেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়।

বিশ্বকাপে রান দেওয়ায় রেকর্ড গড়েছেন হারিস রউফ
ছবি: এএফপি

কারণ, রউফের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও তাঁর পেছনে যিনি আছেন, সেই যশপ্রীত বুমরার ভারত এখনো বিশ্বকাপে টিকে আছে। বুমরা এখন পর্যন্ত ডেথ ওভারে ৭ উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত রউফের এক আসরের রেকর্ডটা টিকে থাক না–থাক, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা সম্ভবত আগামী চার বছর বয়ে বেড়াতে হবে তাঁকে।

আরও পড়ুন

রউফকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বোলারের নেই। এবার দ্বিতীয় সর্বোচ্চ ৫২৫ রান দিয়েছেন দিলশান মাদুশঙ্কা, যার দল শ্রীলঙ্কা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৪৮১ রান দেওয়া শাহিন আফ্রিদি তো রউফেরই সতীর্থ।

রউফকে যদি কেউ ‘উদ্ধার’ করতে পারেন, সেটি হতে পারে দুই অস্ট্রেলীয় পেসার—মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এখন পর্যন্ত স্টার্ক ৪৩৯ ও কামিন্স ৪৩০ রান দিয়েছেন। সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া যদি ফাইনালেও ওঠে, তবেই হয়তো ‘মুক্তি’ মিলতে পারে রউফের।