৭ রানে ৫ উইকেট তানভীরের, দুপুরেই ম্যাচ জিতে গেল আবাহনী

৫ উইকেট নিয়েছেন আবাহনীর বাঁহাতি স্পিনার তানভীর ইসলামপ্রথম আলো ফাইল ছবি

৫০ ওভারের ম্যাচ। ফতুল্লায় আজ সকালে শুরু হওয়া সেই ম্যাচ শেষ হয়ে গেল দুপুরেই। বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ব্রাদার্সকে ৭১ রানে অলআউট করে স্কোরটা ১২.৩ ওভারেই পেরিয়ে গেছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচটি আবাহনী জিতেছে ৮ উইকেটে। লিগে এটি আবাহনী টানা চতুর্থ জয়। অন্যদিকে ব্রাদার্স হেরেছে চার ম্যাচের চারটিতেই।

এই রাউন্ডের আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আবাহনী। আর ব্রাদার্স ছিল ১২ দলের লিগে সবার নিচে। পয়েন্ট তালিকায় দুই দলের পার্থক্যই অনূদিত হলো খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

ব্রাদার্স ৭১ রানে অলআউট হলেও প্রথম উইকেটটি নিতে সপ্তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনীকে। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সপ্তম ওভারে প্রথম বল তুলে দেন তানভীরের হাতে। ওভারের পঞ্চম বলে উইকেট পেয়ে যান বাংলাদেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। ব্রাদার্সের ওপেনার আব্বাস মুসা আলভী কাভারে ক্যাচ দেন মোসাদ্দেককে। দলটি রান তখন ৩৪, আলভীর ৬।

পরের ওভারে আরেক ওপেনার রহমতউল্লাহ আলীকে ফেরান আবাহনীর তরুণ পেসার আল ফাহাদ। এই ক্যাচটিও নিয়েছেন মোসাদ্দেক, এবার মিড অফে। ২৯ বলে ৩৫ রান করা রহমতউল্লাহ ফেরেন দলকে ৪২ রানে রেখে। এরপর আর মাত্র ২৯ রান যোগ করতেই ৭১ রানে অলআউট ব্রাদার্স। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর গোপীবাগের ক্লাবটির এটিই সর্বনিম্ন ইনিংস। ব্রাদার্সের ২১.৩ ওভারের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান রাহাতুল ফেরদৌসের।

বাংলাদেশের হয়ে দুটি টি–টোয়েন্টি খেলেছেন তানভীর
প্রথম আলো ফাইল ছবি

ব্রাদার্স ১৬তম ওভারেই হারায় ৩ উইকেট। ওভারে দ্বিতীয় বলে অমিত মজুমদারকে ফেরানোর পর শেষ দুই বলে আবির হোসেন ও মেরাজ মাহবুবের উইকেট নিয়ে ৮৮ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট পেয়ে যান তানভীর। ৫-৩-৩-৫, ওই ওভার শেষে তানভীরের বোলিং বিশ্লেষণ ছিল এমনই। পরে আরেকটি ওভার করে ৪ রান দেওয়াতেই একটু খারাপ হয়ে যায় বোলিং বিশ্লেষণটা, ৬-৩-৭-৫।

আরও পড়ুন

রান তাড়ায় আবাহনী তৃতীয় ওভারেই হারায় এবারের লিগে দলের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান সাব্বির হোসেনকে। প্রথম তিন ম্যাচে ১৮৪ রান করা ওপেনার আজ ফিরেছেন মাত্র ২ রানে। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষে আবাহনীতে যোগ দেওয়া এনামুল হককে নিয়ে ২৮ রান যোগ করেন মোহাম্মদ নাঈম। ৩২ বলে ৩০ রান করা নাঈমের বিদায়ের পর এনামুলকে দশর্ক বানিয়ে বাকি কাজটা সারেন আফিফ হোসেন। ২০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আফিফ। এনামুল করেছেন ১৫ বলে ৭ রান।

২০ বলে ২৩ রান করেছেন আফিফ হোসেন
প্রথম আলো ফাইল ছবি

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে বিকেএসপিতে দিনের অন্য দুটি ম্যাচ শুরু হয়েছে মাত্রই। প্রাইম ব্যাংকের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ১১ ওভারে ২ উইকেটে ৩৭ ও সিটি ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ৮ ওভারে করেছে ২ উইকেটে ৩৬ রান।

আরও পড়ুন