চোটে ছিটকে গেলেন লঙ্কান পেসার, ম্যাথুসের জায়গায় কে

মিলান রত্নায়েকেএএফপি

কলম্বোয় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার মিলান রত্নায়েকে। পেটের পেশিতে চোট পেয়েছেন ২৮ বছর বয়সী এ বোলার। তাঁর বদলি হিসেবে বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডোকে দলে টেনেছে শ্রীলঙ্কা। বুধবার থেকে কলম্বোয় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গলে প্রথম টেস্টে ড্র করে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট সামনে রেখে শ্রীলঙ্কা দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় ডাক পেয়েছেন ২২ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার দুনিত ভেল্লালাগে। গলে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ম্যাথুস।

গল টেস্টের দ্বিতীয় দিন সকালে মাঠ ছেড়ে গিয়েছিলেন মিলান। পরে ফিরে এসে বোলিং করেন এবং বাংলাদেশের প্রথম ইনিংসে মোট ৩ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেন ১ উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসেও ব্যাট হাতে ভালো অবদান রাখেন রত্নায়েকে। সপ্তম উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন, যেখানে তাঁর অবদান ৮৩ বলে ৩৯।

আরও পড়ুন

কলম্বোর এসএসসি গ্রাউন্ডের পিচ গলের মতো অতটা স্পিন সহায়ক নয়। শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট তাই কলম্বো টেস্টের দলে অতিরিক্ত একজন পেসার নিতে পারে। বিশ্ব ফার্নান্ডো, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা ও অভিষেকের অপেক্ষায় থাকা ২৮ বছর বয়সী পেসার ইসিতা ভিজেসুন্দ্রাকে নিয়ে শ্রীলঙ্কা পেস আক্রমণ সাজাতে পারে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কা স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, বিশ্ব ফার্নান্ডো, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা ও ইসিতা ভিজেসুন্দ্রা।

একাদশে ম্যাথুসের জায়গায় সুযোগ পেতে পারেন ব্যাটসম্যান পাসিন্দু সুরিয়াবান্দারা কিংবা পবন রত্নায়েকে। দুজনেই সম্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ভালো করা ব্যাটসম্যান ওশাদা ফার্নান্ডোকেও বিবেচনায় নিতে পারেন নির্বাচকেরা।