খাবার নিয়ে দর্শকদের মাঠে প্রবেশ: এক ম্যাচ পর সিদ্ধান্ত বদলে ফেলল বিসিবি
এক ম্যাচ পরই নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের খাবার নিয়ে মাঠে প্রবেশ আবার নিষিদ্ধ করেছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই ঘোষণা দিয়েছে।
এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’
এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছে বিসিবি।
দীর্ঘদিন পর পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে দর্শকদের খাবার নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়। তখন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছিলেন, দর্শকদের জন্য বিকল্প রাখার ভাবনা থেকেই এমন সুযোগ দেওয়া হচ্ছে।
এ ছাড়া বিসিবি সূত্রে জানা গিয়েছিল, স্থানীয় প্রভাবশালীদের কাছে মাঠের ভেতরে খাবার বিক্রির দায়িত্ব থাকায় অতিরিক্ত দাম নিয়ন্ত্রণের সুযোগ থাকে না বিসিবির। সেটিকে নিয়ন্ত্রণে আনতেই দর্শকদের বাইরে থেকে খাবার আনার এই অনুমতি দেওয়া হয়েছে। তবে তা থেকে এক ম্যাচ পরই সরে এসেছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ আগামীকাল ও ২৪ জুলাই। সন্ধ্যায় ছয়টায় শুরু হওয়া এই ম্যাচগুলোও হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।