ওয়ানডেতে ৭ হাজারে প্রথম ইংলিশ রুট, রেকর্ড সেঞ্চুরিতে জেতালেন দলকে

ওয়ানডেতে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস খেলে দলকে জেতানোর পর ইংল্যান্ডের জো রুটরয়টার্স

১৯৭১ সালে ইতিহাসের প্রথম ওয়ানডেতে একটি দলের নাম ছিল ইংল্যান্ড। এরপর কেটে গেছে ৫৪ বছর। এ সময়ে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান করেছেন ৪৬ জন ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডের হয়ে কারও ৭ হাজার রান ছিল না। এ নিয়ে যদি ইংল্যান্ডের কোনো আক্ষেপ থেকে থাকে তবে সেটি দূর হয়েছে আজ। ইংল্যান্ডের প্রথম ও ইতিহাসের ৪৭তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন জো রুট।

কার্ডিফে মাইলফলক ছোঁয়ার ম্যাচে দলকেও জিতিয়েছেন রুট। তাঁর ১৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৯ রানের লক্ষ্য ছুঁয়ে দ্বিতীয় ওয়ানডেটা জিতেছে ইংল্যান্ড। ইংলিশরা জিতেছে ৩ উইকেট ও ৭ বল হাতে রেখে। এই জয়ে তিন ম্যাচের সিরিজটাও এক ম্যাচ হাতে থাকতে জিতে গেছে ইংলিশরা।

১৭৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটা আজই খেললেন রুট। এর আগের ১৬ সেঞ্চুরিতে তাঁর সর্বোচ্চ ছিল অপরাজিত ১৩৩। ঠিক আট বছর আগে আরেক ১ জুন ওভালে বাংলাদেশের বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন রুট। রুটের সর্বোচ্চ ইনিংসটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ইংল্যান্ডের সর্বোচ্চ। ২০১৯ সালে জস বাটলারের করা ১৫০ রানের রেকর্ড ভাঙলেন রুট। ওয়ানডেতে ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ ইনিংস রুটের ১৬৬।

রেকর্ড সেঞ্চুরির পথে জো রুট
রয়টার্স

এই ইনিংস খেলার পথেই ইংল্যান্ডের হয়ে ওয়ানডে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন রুট। রুট ম্যাচটি শুরু করেছিলেন ৬৯১৬ রান নিয়ে। ৬৯৫৭ রান নিয়ে তখন ইংল্যান্ডের শীর্ষ ব্যাটসম্যান এইউন মরগান।

আরও পড়ুন

রান তাড়ায় রুট যখন ব্যাটিংয়ে নামেন, ঘোর বিপদে ইংল্যান্ড। ২ রান তুলতেই ২ রান নেই দলটি। কোনো রান না করেই ফিরে গেছেন দলটির দুই ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেট। এরপর অধিনায়ক হ্যারি ব্রুককে নিয়ে ৮৫ রান যোগ করে ধাক্কাটা সামলান রুট। ৪৭ রান করে ব্রুকের বিদায়ের ৬ রান যোগ হতেই ফিরে যান বাটলার। এরপর জ্যাকব বেথেল যখন ফিরলেন ২৩.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩৩ /৫।

প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের কিসি কার্টি
রয়টার্স

সেখান থেকে উইল জ্যাকসকে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েন রুট। জ্যাকস ফিরেছেন ৪৯ রান করে। পরে ব্রায়ডন কার্স ফিরে গেলেও আদিল রশিদকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া রুটের ১৩৯ বলের ইনিংসটি সাজানো ২১ চার ও ২ ছক্কায়।

এর আগে কিসি কার্টির (১০৩) চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া ৭৮ রান করেছেন অধিনায়ক শাই হোপ।

আরও পড়ুন