বাংলাদেশ দলের সঙ্গে হাত না মেলানোর যে কারণ বললেন ম্যাথুস

শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসএএফপি

টাইমড আউট বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটারদের হাত মেলানোর সৌজন্যতা না দেখানোর কারণ হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, ‘আপনি তাদেরকেই সম্মান করবেন, যারা আমাদের সম্মান করবে।’ দিল্লিতে ৩ উইকেটে হারা ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে এমন বলেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার।

সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই ম্যাথুসের কাছে প্রশ্ন ছিল তাঁর টাইমড আউট নিয়ে। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আজ এমন আউট হয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতেই ম্যাথুসকে এ আউট দেন আম্পায়াররা, যাতে কোনো বল না খেলেই ফিরে যেতে হয় তাঁকে। এর বাইরেও ম্যাচের শেষ দিকে তাওহিদ হৃদয়ের সঙ্গে শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিসসহ একাধিক ক্রিকেটারকে বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায়। দুই দলের ম্যাচে উত্তাপ ছড়ানোর ঘটনা এটি প্রথম নয়, সেটিরই নতুন একটি অধ্যায় যোগ হলো দিল্লিতে।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইমড আউট হয়েছেন ম্যাথুস
এএফপি

তবে এবার ম্যাচ শেষে বাংলাদেশ খেলোয়াড়দের সঙ্গে হাতই মেলাননি শ্রীলঙ্কান ক্রিকেটাররা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে এসে নিজের হতাশা বা ক্ষোভ লুকাননি ম্যাথুস। বাংলাদেশ দল ও অধিনায়ক সাকিবের এ কাজকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে তিনি বলেন, সাকিবের জন্য আর সম্মান নেই তাঁর। এরপরই হাত না মেলানো নিয়ে পাল্টা প্রশ্ন করা হয় ম্যাথুসকে। এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, যারা আমাদের সম্মান করবে, তাদেরকে সম্মান দিতে হবে। এর মানে এই না—তাদেরকে (তো) খেলাটিকেই সম্মান দিতে হবে। মানে, আম্পায়াররাসহ আমরা সবাই এই সুন্দর খেলাটির প্রতিনিধি। ফলে আপনি যদি সম্মান না করেন, কাণ্ডজ্ঞান না ব্যবহার করেন, তাহলে আর কী চাইছেন?’

স্বাস্থ্যগত সমস্যার বাইরেও কোনো নির্দিষ্ট ক্রিকেটারের সঙ্গে অন্য ক্রিকেটারের বা পুরো দলের হাত না মেলানোর ঘটনা সম্প্রতিও আছে। একসময় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেপালি ক্রিকেটার সন্দ্বীপ লামিচানের সঙ্গে হাত মেলানোতে অস্বীকৃতি জানিয়েছিল স্কটল্যান্ড।

আরও পড়ুন