মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। গত বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ধুয়ে গেছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে আর একটি বলও গড়ায়নি। পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। আজ দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচের ‘তৃতীয় দল’ হিসেবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
সকাল থেকেই ঢাকার আবহাওয়া মেঘলা। কিছুক্ষণ ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। আকাশ মেঘলা থাকায় রোদ নেই এবং পরিবেশ বেশ ঠান্ডা। আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, ঢাকায় আজ বেলা ২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। বেলা ৩টায় বৃষ্টির সম্ভাবনা কমে আসবে প্রায় ৪৯ শতাংশে। এর পর থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় ২০ শতাংশ। তবে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের কারণে দেশের আট বিভাগেই আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ সকাল নয়টার পর থেকে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। ঢাকার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আসলে ঢাকার মেঘলা আকাশ ও কিছুক্ষণ পরপর ঝিরিঝিরি বৃষ্টিতে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটের চেয়ে বৃষ্টি নিয়েই আলোচনা বেশি হচ্ছে। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সঙ্গে ‘তৃতীয় দল’ হিসেবে বৃষ্টিরও খেলার যথেষ্ট আশঙ্কা আছে। তাই পাঠক বলুন তো, আজকের ম্যাচে জিতবে কে—বাংলাদেশ, নিউজিল্যান্ড, না বৃষ্টি?
ভোটে আপনার মত দিন।