ভাড়া করা বিমানে উড়িয়ে নেওয়া মোস্তাফিজকে ১৬ জনেও রাখেনি দিল্লি

মোস্তাফিজুর রহমানছবি: ইনস্টাগ্রাম

গতকাল রাতে ঢাকায় ফিরে সকাল ৮টায় ভাড়া করা বিমানে ভারতে পাড়ি জমিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাড়া জাগিয়ে যেভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন, মনে হচ্ছিল দিল্লির প্রথম ম্যাচেই খেলবেন বাংলাদেশের পেসার। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। দিল্লি ক্যাপিটালসের মৌসুমের প্রথম ম্যাচে একাদশে নেই মোস্তাফিজ।

আইপিএলে একাদশে না থাকলেও ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ থাকে ক্রিকেটারদের। তবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ইমপ্যাক্ট ক্রিকেটারদের তালিকাতেও নেই মোস্তাফিজের নাম।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়াকে এখনই পাচ্ছে না দিল্লি। সে ক্ষেত্রে ভাবা হচ্ছিল একাদশে মোস্তাফিজ থাকবেন। আর তাড়াহুড়ো করে দলের সঙ্গে যোগ দেওয়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছিল।

আরও পড়ুন

অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে দিল্লিতে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মিচেল মার্শ, রোভম্যান পাওয়েল ও রাইলি রুশো। বিদেশি চারজন ক্রিকেটারই ব্যাটসম্যান। মূলত দলে চেতন সাকারিয়া ও খলিল আহমেদের মতো দুজন ভারতীয় বাঁহাতি পেসার থাকায় মোস্তাফিজকে বিবেচনা করেনি দিল্লি।

বিমানযাত্রার এক মুহূর্তে মোস্তাফিজ
ছবি: সংগৃহীত

ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে আছেন আমান খান, প্রাভিন দুবে, মনিশ পান্ডে, ললিত যাদব ও অভিষেক পোরেল। এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার। দিল্লিতে এটি মোস্তাফিজের দ্বিতীয় মৌসুম। আগের মৌসুমে ৮ ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৮টি। এই মৌসুমও শুরু হলো বেঞ্চে বসে।

আরও পড়ুন

সাকিব আল হাসান ও লিটন দাস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে শুরু থেকে তাঁদের দুজনকে পাচ্ছে না কলকাতা। আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ৪ এপ্রিল শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট খেলে দুজনের আইপিএলে যোগ দেওয়ার কথা।