মুজিবের পাশেই আছে মেলবোর্ন রেনেগেডস

মেলবোর্ন রেনেগেডসের আফগান স্পিনার মুজিব উর রহমানছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

জাতীয় দলের হয়ে খেলার চেয়ে বিদেশে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলোর প্রতি বেশি আগ্রহ দেখিয়েছিলেন মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হক। এ কারণে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের না রাখতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) অনুরোধ করেছিলেন তাঁরা। তবে তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একূল–ওকূল দুই–ই হারানোর মতোই।

গতকাল এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, মুজিব, ফারুকি ও নাভিন আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই তাঁদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি আপাতত ঝুলিয়ে রাখা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিদেশি লিগে খেলতে আগামী দুই বছরের জন্য তাঁদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। এই সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বোর্ডের এই সিদ্ধান্তের অর্থ হলো আসছে নতুন বছরের প্রথম দিন থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুজিব, ফারুকি ও নাভিন বিদেশি লিগে খেলতে পারবেন না।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে খেলছেন মুজিব
ছবি : মেলবোর্ন রেনেগেডসের ওয়েবসাইট

ফারুকি ও নাভিন আপাতত মাঠের বাইরে থাকলেও মুজিব বর্তমানে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ লিগ খেলছেন। আসরের লিগ পর্বে রেনেগেডসের শেষ ম্যাচ আগামী ১৭ জানুয়ারি। আর দলটি ফাইনালে উঠলে ২৪ জানুয়ারি পর্যন্ত খেলতে হবে। ওদিকে মুজিবের নিষেধাজ্ঞা শুরু হবে ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন

এ কারণেই প্রশ্ন উঠেছে, তাহলে অফ স্পিনার মুজিবকে কি এ বছরই বিগ ব্যাশ থেকে অব্যাহতি দেওয়া হবে? উত্তর দিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘মুজিব উর রহমান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিষয়টি সম্পর্কে মেলবোর্ন রেনেগেডস অবগত। তবে মুজিবের খেলতে না পারা নিয়ে আফগান বোর্ডের পক্ষ থেকে আমরা কোনো বার্তা পাইনি। অপ্টাস স্টেডিয়ামে পার্থ স্করচার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা মুজিবকে পাচ্ছি। তিনি বিশ্বমানের খেলোয়াড় এবং দলের খুব প্রিয় সদস্য। বিগ ব্যাশ লিগের বাকিটাজুড়েও আমরা তাঁকে সমর্থন দিয়ে যাব।’

আজকের ম্যাচে মুজিব বল হাতে বেশ ভালোই করেছেন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। তবে তাঁর দল রেনেগেডস স্করচার্সের কাছে ১৩ রানে হেরে গেছে।

এই লেখাটির মাধ্যমে কীসের ইঙ্গিত দিয়েছেন নাভিন?
ছবি : ইনস্টাগ্রাম

এদিকে বোর্ডের নিষেধাজ্ঞার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাভিন এমন এক পোস্ট করেছেন, যেটাকে রহস্যজনক মনে হচ্ছে। ২৪ বছর বয়সী পেসার আজ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এটা খুবই স্বাভাবিক ও সাধারণ ব্যাপার যে সত্যিটা অনেক দেরিতে বেরিয়ে আসে এবং মিথ্যা আগুনের চেয়ে দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।’