default-image

গত কিছুদিন ফর্মে না থাকলেও রোহিত ও কোহলি এখনো প্রতিপক্ষ বোলারদের চিন্তার কারণ। এ দুজনকে না ফেরানো পর্যন্ত স্বস্তি পায় না কোনো বোলিং আক্রমণ। নিজের দিনে কে সেরা—এই প্রশ্নে দুই ভাগ হয়ে যান দুই ক্রিকেটারের সমর্থকেরা। পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক যে এ ক্ষেত্রে ভারতের বর্তমান অধিনায়কপন্থী সেটা জানা গেছে সামা নিউজের সুবাদে।

সামা নিউজকে ইমাম বলেছেন, আমার মনে হয়, ‘আল্লাহ রোহিত শর্মাকে যত প্রতিভা দিয়েছেন, তিনি হয়তো কোহলিকে অত দেননি। আমি দুজনকে ব্যাট করতে দেখেছি। রোহিতের ব্যাটিং দেখে মনে হয় রিপ্লে হচ্ছে। ওর হাতে অনেক সময় থাকে। তাঁর ব্যাটিং দেখেই প্রথমবারের মতো টাইমিং–এর অর্থ বুঝতে পেরেছি। আমি মূলত পয়েন্টে ফিল্ডিং করি, এ কারণে এটা টের পেয়েছি। বিরাট কোহলি আমার সামনে ব্যাট করেছেন, রোহিত শর্মাও করেছেন, কিন্তু আল্লাহ রোহিতকেই বেশি উপহার (প্রতিভা) দিয়েছেন।’

default-image

একমাত্র ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিনটি দ্বিশতক আছে রোহিতের। একটু সেট হলেই ভয়ংকর রূপ নিতে পারেন রোহিত। ইমামের চোখে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতায় রোহিত অনেক এগিয়ে, ‘উনি এমন এক খেলোয়াড় যে দুই সেকেন্ডে ম্যাচ বদলে দিতে পারেন। যখন সেট হয়ে যান, তখন ইচ্ছেমতো মারতে পারেন। আমার স্বপ্ন। রোহিতের মতো প্রভাববিস্তারী পারফরম্যান্স দেখাব। পাকিস্তানের হয়ে এ ধরনের ক্রিকেট খেলতে পারলে খুব খুশি হব।’

আজ লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। চোটের কারণে প্রথম ম্যাচ না খেলা কোহলি কি আজ ইমামকে নিজের প্রতিভার ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করতে পারবেন?

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন