প্রধান কোচের নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ভারত, রাহুল দ্রাবিড়কে আবারও আবেদন করতে হবে

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়আইসিসি

গত বছরের ভুলের পুনরাবৃত্তি করবে না ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেবার প্রধান কোচের মেয়াদ শেষ হওয়ার পর এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। এবার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাতে খুব বেশি সময় নেই। জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ ফুরাবে। এবার একটু আগেভাগেই প্রধান কোচ চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিসিআই এবং সেটি প্রকাশ করা হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের জাতীয় দল দেশত্যাগের আগেই। ভারতের বর্তমান প্রধান কোচ পদে দ্রাবিড় যদি চালিয়ে যেতে চান, তবে নতুন বিজ্ঞপ্তিতে তাঁকে নতুন করে আবেদন করতে হবে।

আরও পড়ুন

মুম্বাইয়ে বিসিসিআই সদরদপ্তরে সচিব জয় শাহ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই আমরা আবেদন চাওয়া শুরু করব। জুনে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে। তিনি পুনরায় আবেদন করতে চাইলে করতে পারেন।’

শাহ জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নতুন কোচের মেয়াদ হবে। কোচিং স্টাফে বাকিরা কারা নিয়োগ পাবেন, সেটি প্রধান কোচের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্করণভেদে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিসিসিআই সচিব, ‘তিন বছরের জন্য দীর্ঘমেয়াদে একজন কোচ খুঁজছি আমরা। ভারতের ক্রিকেটে আলাদা আলাদা সংস্করণের জন্য আলাদা কোচ নিয়োগের নজির নেই। এ ছাড়া সব সংস্করণেই খেলা ভালোসংখ্যক খেলোয়াড় আছে আমাদের। তবে এই সিদ্ধান্ত নেবে ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। আমাকে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।’

বিসিসিআই সচিব জয় শাহ
আইসিসি

এ বছর জানুয়ারিতে নতুন জাতীয় নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। সিএসি এ বিষয়েও সিদ্ধান্ত নেবে। ভারতের পশ্চিম জোন থেকে জাতীয় নির্বাচক কমিটির দ্বিতীয় সদস্য হিসেবে নিয়োগ পাওয়া সলিল আঙ্কোলার স্থলাভিষিক্ত হবেন নতুন এই নির্বাচক। তবে এই নতুন নির্বাচককে উত্তর জোন থেকে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি। জয় শাহ এ নিয়ে বলেছেন, ‘নির্বাচক পদের জন্য কিছু সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সিএসসি এক সপ্তাহের মধ্যে নাম চূড়ান্ত করে ফেলবে এবং তারপর দ্রুতই আমরা এটা ঘোষণা করব।’

আরও পড়ুন

শাহ আরও জানিয়েছেন, ভারতের খেলোয়াড়েরা দুটি দলে বিভক্ত হয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন। টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া যেসব খেলোয়াড়ের ফ্র্যাঞ্চাইজি দল আইপিএল প্লে অফে খেলার সুযোগ পাবেন না, তাঁরা ২৪ মে কোচিং স্টাফের সঙ্গে দেশ ছাড়বেন। বিশ্বকাপ স্কোয়াডের বাকি সদস্যরা ২৬ মে আইপিএল ফাইনাল শেষে দেশ ছাড়বেন। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। ২ জুন (বাংলাদেশ সময়) থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব
এএফপি

লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে নিয়েও কথা বলেন শাহ। চোটের কারণে আইপিএলে সম্ভবত মায়াঙ্ককে আর দেখা যাবে না। শাহ জানিয়েছেন, এই ফাস্ট বোলার বিসিসিআইয়ের তত্ত্বাবধানে থাকবেন এবং তাঁকে নতুনভাবে তৈরি করা ফাস্ট বোলারদের কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন