ভারত–পাকিস্তান ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পিসিবির

আহমেদাবাদের দর্শকদের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগছবি: রয়টার্স

আহমেদাবাদের দর্শকদের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের খেলোয়াড়দের প্রতি দর্শকদের আচরণ নিয়ে এই অভিযোগ করেছে পিসিবি।

ক্রিকইনফো জানিয়েছে, ড্রেসিংরুমে ফেরার পথে মোহাম্মদ রিজওয়ানকে ও মাঠে ফিল্ডিংয়ের সময়ে হাসান আলীর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় তারা অভিযোগ জানিয়েছে। এ ছাড়া পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভিসা না পাওয়া এবং তাঁদের জন্য নির্দিষ্ট ভিসা নীতি না করার অভিযোগ জানিয়েছে পিসিবি।

আরও পড়ুন

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিসিবি মিডিয়া এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তানি সাংবাদিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে দেরি এবং ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের সমর্থকদের কোনো নির্দিষ্ট ভিসা নীতি না থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ করা করা হয়েছে।’

গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক
ছবি: রয়টার্স

বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৩ সালের ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় পাকিস্তান দলের উদ্দেশে সমর্থকদের বাজে আচরণের প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে পিসিবি।’

গত শনিবার ভারত-পাকিস্তান ম্যাচে আহমেদাবাদে উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক, যার পুরো সমর্থনই ভারতের পক্ষে। খেলা দেখতে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া পাকিস্তানিদের সংখ্যা ছিল একেবারেই নগণ্য। এমনকি টসের সময় দুয়ো শুনতে হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। সব মিলিয়ে মাঠের আবহ স্বাভাবিকভাবেই একেবারেই পক্ষে ছিল না পাকিস্তানের। পাকিস্তানও মাঠে জবাবটা দিতে পারেনি।

আরও পড়ুন

পাকিস্তান হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে পাকিস্তান তুলছিল মাত্র ১৯১ রান। এই লক্ষ্য ৭ উইকেট আর ১১৭ বল হাতে রেখেই টপকে যায় ভারত। রোহিত শর্মার দলের বিপক্ষে বড় পরাজয়ের পর পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছিলেন, তাঁর মনে হয়েছে, এটা আইসিসির নয়, বরং বিসিসিআইয়ের ইভেন্ট, ‘সত্যি বলতে কি, এটি দেখে ঠিক আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে দ্বিপক্ষীয় সিরিজ, মনে হয়েছে বিসিসিআইয়ের ইভেন্ট। আজ রাতে লাউড স্পিকারে “দিল দিল পাকিস্তান” খুব একটা শুনিনি।’

পাকিস্তানকে বড় হারের লজ্জা দিয়েছিল ভারত
ছবি: রয়টার্স

মিকি আর্থারের এই মন্তব্য নিয়ে আলোচনা শেষ হতে না হতেও এবার আনুষ্ঠানিক অভিযোগ করল পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটের বৈষম্য নীতির ১১ ধারা অনুযায়ী আইসিসির কাছে পিসিবি অভিযোগ করেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। এ ধারা দর্শকদের আচরণ–সম্পর্কিত। নিয়ম অনুযায়ী এমন কোনো ঘটনা ঘটলে আয়োজক দেশ নিযুক্ত বৈষম্যবিরোধী প্রশাসক পুরো ঘটনাকে নথিবদ্ধ করে আইসিসির প্রতিনিধির কাছে দুই সপ্তাহের মধ্যে জমা দেবেন।

আরও পড়ুন