এশিয়ান গেমসে ভারতের কোচ লক্ষ্মণ

এশিয়ান গেমসে ভারত ক্রিকেট দলের প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণছবি: আইসিসি

প্রথমবারের মতো এশিয়ান গেমসে ক্রিকেট খেলতে যাচ্ছে ভারত। এই প্রতিযোগিতায় ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। এ ছাড়া নারী দলের ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে আরেক সাবেক ক্রিকেটার হৃষিকেশ কানিতকারকে।

এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চীনের হাংঝুতে, ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত। ২০১৮ এশিয়ান গেমসে ক্রিকেটের ইভেন্ট ছিল না। এবার ছেলেদের বিভাগে ১৫টি এবং মেয়েদের বিভাগে ৯টি দল অংশ নিচ্ছে।

এশিয়ান গেমসের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল আগেই। তরুণ ক্রিকেটার রুতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বাধীন দলে আছেন যশস্বী জয়সোয়াল, আর্শদীপ সিং, রিংকু সিং, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দরের মতো টি–টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটাররা।

আরও পড়ুন

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সাবেক ক্রিকেটার ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লক্ষ্মণকে প্রধান করে এশিয়া গেমসের জন্য কোচিং স্টাফ সাজিয়েছে বিসিসিআই। সহকারী হিসেবে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার সাইরাজ বাহুতুলে। ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন মুনিষ বালী।

আরও পড়ুন

মেয়েদের দলে শুধু এশিয়ান গেমস নয়, ডিসেম্বরে আন্তর্জাতিক ব্যস্ততা শুরুর আগপর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান কোচ নিয়োগ দেওয়া হয়েছে। হারমানপ্রীত কৌরদের দলের কোচ হয়েছেন ভারতের হয়ে ২টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলা হৃষিকেশ কানিতকারকে। এ বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি–টোয়েন্টি বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছিলেন কানিতকার। মেয়েদের দলে বোলিং কোচ হিসেবে থাকবেন রাজীব দত্ত, ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ।

গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্ট ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর ছেলেদের ক্রিকেট শুরু হবে ২৭ সেপ্টেম্বর, ফাইনাল ৭ অক্টোবর।

আরও পড়ুন