১০ হাজারে কোহলির পরই রোহিত

১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন রোহিতএএফপি

মাইলফলকটা রোহিত শর্মা ছুঁতে পারতেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই। ২২ রান দূরে থাকতেই অবশ্য থামেন ভারত অধিনায়ক। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি, এ ইনিংসের পথেই ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রান হয়ে গেছে তাঁর। বিরাট কোহলির পর ইনিংসের হিসাবে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক ছুঁলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে রোহিত খেলছেন তাঁর ২৪১তম ইনিংস। ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির লেগেছিল ২০৫ ইনিংস। রোহিত টপকে গেছেন এত দিন এ তালিকায় দুইয়ে থাকা কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছিল ২৫৯ ইনিংস।

এ ম্যাচে কোহলির সঙ্গেও একটা রেকর্ড হয়ে গেছে রোহিতের। ওয়ানডেতে অষ্টম জুটি হিসেবে দুজন মিলে যোগ করেছেন ৫ হাজার রান। তালিকায় সবার ওপরে টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর জুটি, দুজন মিলে যোগ করেছিলেন ৮২২৭ রান।

সব মিলিয়ে ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। তাঁর আগে ভারতের পাঁচজনের আছে এ কীর্তি। কোহলি ও টেন্ডুলকার ছাড়াও রোহিতের আগে ১০ হাজারের তালিকায় ভারত থেকে আছেন সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি।

১০ হাজার রানে দ্রুততম (শীর্ষ ৫)

এর আগে ৯ হাজার রানের দ্রুততম ব্যাটসম্যানের তালিকায় রোহিত ছিলেন তিনে, ৮ হাজার ও ৭ হাজার রানের তালিকায় পাঁচে। তবে এর আগের মাইলফলকগুলোয় রোহিত ছিলেন বেশ পিছিয়ে। ৫ হাজার রানের মাইলফলকে যেতে তাঁর লেগেছিল ১৪২ ইনিংস। মানে পরের ৫ হাজার রান মাত্র ৯৯ ইনিংসেই ছুঁয়ে ফেললেন ভারতের ‘হিটম্যান’।

টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন রোহিত
এএফপি

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষেও আজ ঝোড়ো ইনিংস খেলেছেন রোহিত। দুনিথ ভেল্লালাগের বলে বোল্ড হওয়ার আগে ভারত অধিনায়ক ৫৩ রান করেছেন ৪৮ বলে, ফিফটিতে যান ৪৪ বলে। এর আগে পাকিস্তানের বিপক্ষেও তিনি খেলেন ৪৯ বলে ৫৬ রানের ইনিংস।

আজকের ইনিংসটি রোহিতের ক্যারিয়ারের ৫১তম ফিফটি। ক্যারিয়ারে আছে ৩০টি সেঞ্চুরিও। ৫০ বা এর বেশি রানের ইনিংসের সংখ্যায় রোহিতের চেয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এগিয়ে টেন্ডুলকার (১৪৫), কোহলি (১১২), দ্রাবিড় (৯৪), গাঙ্গুলী (৯৩) ও ধোনি (৮২)।