সাত ম্যাচ পরে একটা জয় পেয়েই ৯ নম্বরে উঠে গেছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের।
ওয়ানডে জিততে যেন ভুলেই গিয়েছিল বাংলাদেশ দল। সর্বশেষ ৭টি ওয়ানডে ম্যাচেই জয়হীন ছিল তারা। এই ৭ ম্যাচে হেরেছে ৬টি, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাকি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সে হিসাবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া ১৬ রানের জয় বাংলাদেশকে আবার জয়ের রাস্তা চিনিয়েছে।
এই জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।
এরপর গত মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে যায় দশে। কালকের ম্যাচে জয়ের পর আবার ৯ নম্বরে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশ সবচেয়ে পছন্দের সংস্করণ ৫০ ওভারের ক্রিকেট। অথচ এই সংস্করণেও চলছে দুর্দশা। ২০০৬ সালের পর প্রথমবার গত মে মাসে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় আপাতত ১০ নম্বর থেকে বাংলাদেশকে টেনে তুলেছে।
বাংলাদেশ ২০১৫ সালে বিশ্বকাপে ভালোর করার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে উঠেছিল বাংলাদেশ।
দুই বছর পর ২০১৭ সালে মে মাসে বাংলাদেশ ওঠে ৬ নম্বরে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে যা বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার মাটিতে হারানোর পর আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। এরপর সময়ের সঙ্গে শুধু অবনমনই হয়েছে। সেই ধারাটা কিছুটা হলেও বদলাল কাল শ্রীলঙ্কাকে হারিয়ে।