ভারত আহামরি কোনো দল নয়, ওরাও বাদ পড়বে

বিশ্বকাপ থেকে পাকিস্তানের পাশাপাশি বাদ পড়বে ভারতও বলেছেন শোয়েবছবি: এএফপি

বিশ্বকাপে টানা দুই ম্যাচে হার, যার একটি আবার জিম্বাবুয়ের কাছে। টানা দুই হারে বাবর আজমদের সেমিফাইনালে ওঠা পড়ে গেছে শঙ্কার মুখে। দলের এমন বাজে পারফরম্যান্সে পাকিস্তান দল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাবেক ক্রিকেটাররা।

অন্যদিকে বিশ্বকাপে ভারত আছে দারুণ ছন্দে। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সবচেয়ে বড় কথা, ভারতের প্রাণভোমরা বিরাট কোহলি আছেন নিজের সেরা ছন্দে। তাই অনেকেই বাজি ধরছেন এই দলটাকে নিয়ে।

এই সময়ে ভারতের সমালোচনা করবেন, এমন লোক খুঁজে পাওয়া কঠিনই বটে। সেই কঠিন কাজটাই করলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক এই ফাস্ট বোলার শোয়েব আখতার। বিশ্বকাপ থেকে পাকিস্তানের পাশাপাশি বাদ পড়বে ভারতও—নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই গতি তারকা এমনটাই বলেছেন।

আরও পড়ুন

২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর কোনো শিরোপা জিততে পারেনি ভারত। বৈশ্বিক টুর্নামেন্টে তাদের যাত্রা কয়েকবারই থেমে গেছে শেষ চারে গিয়ে। হয়তো সেই কথা মাথায় রেখেই শোয়েব বলেছেন, ‘ভারতও আহামরি কোনো দল নয়। ওরাও আগামী সপ্তাহে সেমিফাইনালেই বাদ পড়বে। আমি খুব রেগে আছি, বাজে কিছু বলতে চাচ্ছি না।’

বাবর আজমকে ধুয়ে দিয়েছেন শোয়েব
ছবি: এএফপি

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারার পর পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজমকে ধুয়ে দিয়েছেন শোয়েব, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের টপ ও মিডল অর্ডার দিয়ে আমরা বড় সাফল্য এনে দেওয়ার মতো না। পাকিস্তানের একজন বাজে অধিনায়ক আছে। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান।’

আরও পড়ুন

শোয়েব আগে থেকেই বলে আসছেন, বাবর ও রিজওয়ানের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনতে হবে। তবে তাঁর কথা কানে নেয়নি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। তিনি আরও একবার দায়ী করলেন টিম ম্যানেজমেন্টকে, ‘বাবরের ওয়ান ডাউনে ব্যাট করা উচিত। ও আমার কথা শোনেনি। শাহিন শাহ আফ্রিদির ফিটনেসের বড় সমস্যা রয়ে গেছে। অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টেও বড় সমস্যা আছে। টিম ম্যানেজমেন্টের বুদ্ধি নেই। খুবই বিব্রতকর ব্যাপার। সত্যিই লজ্জার।’