নাজমুল–মিরাজদের নিয়ে মাশরাফির উচ্ছ্বাস

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ জয়ে খুশি মাশরাফিপ্রথম আলো ফাইল ছবি

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। ২০১৮ সালে সাকিব–মোস্তাফিজরা ২–১ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন সেই সময়কার বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। তত দিনে অবশ্য ক্যারিবীয়দের দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দুই বছর পেরিয়ে গেছে।

সে তুলনায় ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি একবারে টাটকা–তরতাজা। গত নভেম্বরে মেলবোর্নে ট্রফি উঁচিয়ে ধরার পর বাংলাদেশের বিপক্ষেই প্রথম টি–টোয়েন্টি খেলতে নেমেছেন বাটলার–কারেনরা। সেই তাঁদের সামনেই দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি–টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ।

ঘরের মাঠে এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশের আজকের অর্জনকেই বড় করে দেখছেন দেশের ক্রিকেট–সংশ্লিষ্ট ব্যক্তিরা। মাশরাফি বিন মুর্তজাও উত্তরসূরীদের এ জয়ে উচ্ছ্বসিত।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ
ছবি : শামসুল হক

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসানের দলকে অভিনন্দন জানিয়ে মাশরাফি লিখেছেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবার ইংল্যান্ড। দেশের মাঠে বড় তিনটি দলকে টি–টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ। শান্ত ইউ বিউটি ম্যান, মিরাজ অসাধারণ, পুরো বোলিং ইউনিট দারুণ। অভিনন্দন বাংলাদেশ।’

বাংলাদেশের টি–টোয়েন্টি দলে পরিবর্তনের হাওয়া লেগেছে কয়েক মাস আগে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এই সংস্করণকে বিদায় বলে দিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদও দলে ব্রাত্য হয়ে পড়েছেন। অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপে যাঁরা প্রত্যাশা পূরণ করতে পারেননি, তাঁরাও জায়গা হারিয়েছেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়ানো রনি তালুকদার, তৌহিদ হৃদয়দের মূল্যায়ন করেছেন নির্বাচকেরা।

ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ
ছবি : বিসিবি

সাকিবের নেতৃত্বাধীন তরুণ এই দলকে নিয়ে বেশ আশাবাদী মাশরাফি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবের বোঝাপড়া দারুণ জমেছে বলে মনে করছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক, ‘এই জয়টা একটু আলাদা। কারণ, তরুণদের নিয়ে যেভাবে দলটা গড়েছে, এক কথায় অসাধারণ। টি–টোয়েন্টি দলকে ঢেলে সাজানো দরকার ছিল। হাথুরুসিংহে ও সাকিব দারুণভাবে সেই কাজ করেছে।’

আরও পড়ুন

ভবিষ্যতে কঠিন সময় এলেও সমর্থকদের তারুণ্যে বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন ২৮ টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি, ‘ভালো উইকেটে এই দলটারও কঠিন সময় আসবে। কিন্তু সবার ধৈর্য রাখা জরুরি। তরুণদের এই সংস্করণে খেলার সুযোগ করে দিতে হবে। এর মধ্য দিয়েই ধীরে ধীরে দারুণ একটা দল হবে ইনশা আল্লাহ। অনেক দেরিতে হলেও টি–টোয়েন্টিতে এই পরিবর্তটা খুব জরুরি ছিল। যদিও এটা একান্তই আমার মতামত।’

আরও পড়ুন