আগামীকাল ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীফাইল ছবি: এএফপি

ভারতের আইসিআইসিআই ব্যাংকের প্রচারণামূলক কাজে আগামীকাল ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক এ সভাপতির সফরসঙ্গী হবেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

আগামীকাল সকালের বিমানে সৌরভ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে বেলা তিনটায় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করবেন তিনি। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে।

সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম
ছবি: প্রথম আলো

আজ গুলশানে উত্তর সিটি করপোরেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আতিকুল জানিয়েছেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই; কারণ, উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি ওনাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা, উনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

আরও পড়ুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনেক স্মৃতি রয়েছে সৌরভের। সেই বিষয়টিও সৌরভকে আনতে সহায়তা করেছে বলে জানালেন আতিকুল, ‘ঢাকার সঙ্গে কলকাতার একটা আলাদা ভালোবাসার বন্ধন রয়েছে। সৌরভ এখানে অনেক খেলেছে। তাকে বলেছি, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম যেখানে, সেই এলাকার মেয়র আমি। সুতরাং তুমি এসে আমাদের মেয়র কাপের উদ্বোধন করে দিয়ে যাও। সৌরভ সানন্দে রাজি হয়েছে।’

আরও পড়ুন

ঢাকায় সৌরভের ‘দাদাগিরি’ দেখতে চান আতিকুল, ‘ক্রিকেটের অনেক তারকা আছেন। কিন্তু সৌরভকে বেছে নেওয়ার কারণ উনি একজন বাঙালি। ঢাকায় এসে যদি উনি দাদাগিরি দেখাতে পারেন, তাহলে অসুবিধা কী? তাকে আমাদের টুর্নামেন্টের জন্য আনার কাজটা এত সহজ ছিল না। তার এজেন্ট আছে, ম্যানেজার আছে। কিন্তু এরপরও তার সঙ্গে যোগাযোগ করেন আমাদের ছোট ভাই মিঠু (বিসিবির পরিচালক ইফতেখার রহমান)। সে সৌরভের ঘনিষ্ঠ বন্ধু। যে কারণে সহজেই আমরা সৌরভকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি।’

পরশু কলকাতা ফিরে যাবেন সৌরভ।

আরও পড়ুন