আইপিএলে ‘টস টেম্পারিং’–এর ভিডিও ভাইরাল

মুম্বাই–বেঙ্গালুরুর এই টস নিয়েই উঠেছে বিতর্কবিসিসিআই

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি হয়েছে দুই দিন আগে। কিন্তু সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া একটি বিতর্ক এখনো চলছে। ছড়িয়ে পড়েছে সেই ম্যাচের টসের একটি ভিডিও। যেখানে দেখা যায়, মাটি থেকে টসের কয়েন তোলার সময় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সেটি উল্টে ফেলেন। এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছে ‘টস টেম্পারিং’।

শ্রীনাথ কয়েন তোলার পর ঘোষণা দেন, টস জিতেছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও এ নিয়ে কোনো আপত্তি করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভারতের ক্রিকেট অনুসারীরা বেশ সরব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি আইডি থেকে টসের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘কী!’ এর সঙ্গে চারটি হাসির ইমোজিও দেওয়া হয়েছে ওই আইডি থেকে। মুম্বাই ইন্ডিয়ানস টিএন নামের এক আইডি থেকে আরও পরিষ্কার একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘টসের পরিষ্কার ভিডিও...এরপরও যদি কারও সন্দেহ থেকে থাকে, তাহলে তার চোখের বা মানসিক হাসপাতালে যাওয়া উচিত।’

আরও পড়ুন

টসের পর বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিও জিতেছে মুম্বাই। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে বেঙ্গালুরু। ডু প্লেসি ৪০ বলে ৬১, রজত পাতিদার ২৬ বলে ৫০ ও দিনেশ কার্তিক ২৩ বলে অপরাজিত ৫৩ রান করেন। মুম্বাইয়ের পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা।

রান তাড়া করতে নেমে ঈশান কিষানের ৩৪ বলে ৬৯ ও সূর্যকুমার যাদবের ১৯ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ২৭ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ৭ উইকেটে পাওয়া জয়টি এবারের টুর্নামেন্টে মুম্বাইয়ের দ্বিতীয়। আর বেঙ্গালুরু ৬ ম্যাচে মাত্র এক জয় নিয়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে।

আরও পড়ুন