‘জাতীয়তাবাদ’ নিয়ে প্রশ্ন তুলে ভারতকে চ্যালেঞ্জ সালমানের

পাকিস্তানের সাবেক ক্রিকেটার সালমান বাটএক্স

বহু বছর হলো, দ্বিপক্ষীয় কোনো ক্রিকেট সিরিজ পাকিস্তানের সঙ্গে খেলছে না ভারত। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এরই জের ধরে গতকাল বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে ভারত। মূলত পাকিস্তানের বিপক্ষে দলটির পাঁচজন ক্রিকেটার খেলতে না চাওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

এটা নিয়ে ভারতীয় খেলোয়াড়দের খোঁচা মেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। সালমান ভারতীয়দের দিকে একপ্রকার চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন—পারলে সব ধরনের প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে দেখাতে বলেছেন তিনি!

গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ওই সময় পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট-সম্পর্ক বিচ্ছিন্নে ভারতের ভেতর জোর আলোচনা ওঠে, যা পরবর্তী সময়ে স্তিমিত হয়ে এলেও ডব্লুসিএল-কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও উঠে আসে।

দেখো, আমরা বুঝি সবকিছু আলাদা। কিন্তু এখন যেহেতু তোমরা সবকিছু একসঙ্গে মেশাচ্ছ, তাই কোনো স্তরে বা টুর্নামেন্টে আমাদের বিপক্ষে খেলবে না। এমনকি অলিম্পিকেও নয়। দয়া করে এটা করো। আমি দেখতে চাই। দেখতে চাই, তারা কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে।
সালমান বাট, পাকিস্তানের সাবেক অধিনায়ক

গত পরশু ভারতের ইন্ডিয়া টুডে খবর দেয়, পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে ম্যাচ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন ভারত চ্যাম্পিয়নসের হরভজন সিং, ইউসুফ পাঠান ও সুরেশ রায়না। পরে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানান শিখর ধাওয়ানও। এ ছাড়া রেভজস্পোর্টের প্রতিবেদনে ইরফান পাঠানও নিজেকে পাকিস্তান ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন বলে জানানো হয়। পরে ম্যাচটিই বাতিল করা হয়।

এরই জের ধরে সালমান বাট তাঁর ইউটিউব চ্যানেলে ভারতীয়দের উদ্দেশ করে যা বলেছেন, সেটার সারমর্ম দাঁড়ায় এ রকম—পারলে সব ধরনের আইসিসি প্রতিযোগিতা আর অলিম্পিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয়রা দেখাক, তাদের জাতীয়তাবাদ মানসিকতা কতটা পোক্ত!

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট
ফেসবুক

সালমান ইউটিউবে বলেছেন, ‘সারা বিশ্ব তাদের (ভারতীয় খেলোয়াড়দের) নিয়ে কথা বলছে—তারা ক্রিকেট এবং ভক্তদের কাছে কী বার্তা দিয়েছে? তারা কী প্রমাণ করতে চাইছে? তোমরা কী দেখানোর চেষ্টা করছ বা কী প্রমাণ করতে চাও? এখন তাহলে বিশ্বকাপে খেলো না...আমাদের বিপক্ষে আইসিসির কোনো টুর্নামেন্টে খেলো না।’

সালমান এখানেই থামেননি। এরপর তিনি বলেছেন, ‘এটা তোমরা প্রতিজ্ঞা করো। দেখো, আমরা বুঝি সবকিছু আলাদা। কিন্তু এখন যেহেতু তোমরা সবকিছু একসঙ্গে মেশাচ্ছ, তাই কোনো স্তরে বা টুর্নামেন্টে আমাদের বিপক্ষে খেলবে না। এমনকি অলিম্পিকেও নয়। দয়া করে এটা করো। আমি দেখতে চাই। দেখতে চাই, তারা কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে।’

আরও পড়ুন