বলে কারসাজি: এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে জবাব দিলেন শামি

ভারতীয় পেসার মোহাম্মদ শামিএএফপি

এই বিশ্বকাপে দাপুটে ক্রিকেট খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের সবগুলোয় জিতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রোহিত শর্মার দল। ব্যাটে-বলে দুর্দান্ত ভারতকে যেন থামানোই যাচ্ছে না। বিশেষ করে অন্য দলের বোলারদের যেখানে উইকেট পেতে ও রান বাঁচাতে সংগ্রাম করতে হচ্ছে, ভারতের বোলাররা সেখানে প্রতিপক্ষকে একাধিক ম্যাচে গুঁড়িয়ে দিয়েছেন এক শ পেরোনোর আগেই।

বাকি দলগুলোর বোলারদের সঙ্গে মোহাম্মদ শামি-যশপ্রীত বুমরাদের পার্থক্য দেখে বল নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। এক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন, ভারতের বোলিংয়ের সময় বিশেষ বল ব্যবহার করা হচ্ছে। আর এ জন্য মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজরা বাড়তি সুইং পাচ্ছেন। তাঁর এ মন্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন

হাসান রাজার এই মন্তব্যের সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও। এবার হাসান রাজার মন্তব্য নিয়ে সোচ্চার হয়েছেন ভারতের পেসার শামি। ইনস্টাগ্রাম স্টোরিতে হাসান রাজার ভিডিও পোস্ট করে শামি তাঁকে ‘লজ্জা বোধ’ করতে বলেছেন। একই সঙ্গে আকরামের করা মন্তব্যটির কথাও মনে করিয়ে দিয়েছেন।

বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর একাদশে জায়গা পেয়েছেন শামি। সুযোগ পেয়েই দারুণভাবে জ্বলে উঠেছেন এ পেসার। ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শামি আছেন ৪ নম্বরে। তাঁর ওপরে থাকা তিন বোলার অবশ্য ৪টি করে ম্যাচ বেশি খেলেছেন। দারুণ ছন্দে থাকা এই পেসার হাসান রাজাকে জবাব দিয়েছেন এভাবে, ‘লজ্জা বোধ করো। ফালতু আলাপে মন না দিয়ে খেলায় মনোযোগ দাও। কখনো তো অন্যের সাফল্যকে উপভোগ করবে! এটা আইসিসির টুর্নামেন্ট, পাড়ার কোনো খেলা নয়।’

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
আইসিসি

এরপর আকরামের দেওয়া ব্যাখ্যার কথাও মনে করিয়ে দেন শামি, ‘তোমাদের সাবেক খেলোয়াড় ওয়াসিম ভাই (ওয়াসিম আকরাম) বিষয়টা ব্যাখ্যা করেছেন। অন্তত তোমাদের নিজেদের খেলোয়াড়দের তো বিশ্বাস করো।’

এর আগে হাসান রাজা বলেছিলেন, ‘আমরা দেখেছি তারা (ভারত) যখন ব্যাট করতে নামে, তখন তারা খুব ভালোভাবেই ব্যাট করতে পারে। কিন্তু হঠাৎ করেই ভারত বল করার সময় বল সুইং করতে শুরু করে। বল নিয়ে তদন্ত হওয়া জরুরি।’

আরও পড়ুন

পরে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ‘এ স্পোর্টস’-এর প্যাভিলিয়ন নামের এক টক শোতে হাসান রাজার সমালোচনা করেছেন আকরাম। এ ধরনের মন্তব্যে তিনি নিজেও অপমানিত বোধ করছেন বলে জানিয়েছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার। তখন ম্যাচ চলার সময় বল কীভাবে বাছাই করা হয়, সেই প্রক্রিয়াও ব্যাখ্যা করেছেন আকরাম।

টক শোটিতে দর্শকের কাছ থেকে পাওয়া প্রশ্নের সূত্র ধরে প্রসঙ্গটি সামনে আনেন অনুষ্ঠানের উপস্থাপক। বল নিয়ে কারসাজির সুযোগ আছে কি না, জানতে চাইলে আকরাম বলেছেন, ‘আমি কয়েক দিন ধরে এটা নিয়ে পড়েছি, যা খেয়ে এসব বলা হচ্ছে, সেটা আমিও খেতে চাই। তাদের মাথা ঠিক নেই। নিজেদের তো তারা অপমান করছেই এবং গোটা দুনিয়ার সামনে আমাদেরও করাচ্ছে।’