এশিয়ান গেমসে সোনা জিতে রোহিতদের কাছে যে দাবি জানালেন জেমাইমা

সোনা জয়ের পর ভারতের মেয়েরাছবি: ইনস্টাগ্রাম

এবারই প্রথম এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নিয়েছে ভারত। হারমপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়েই সোনার পদক জিতেছে ভারতের মেয়েরা। কাল ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ার পর ভারতের খেলোয়াড় জেমাইমা রদ্রিগেজ রোহিত শর্মা-বিরাট কোহলিদের কাছে একটি দাবি জানিয়েছেন।

কী সেই দাবি? এশিয়ান গেমস ক্রিকেটে সোনার পদক জয়ের পর জেমাইমা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ছেলেদের দলের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, আমরা সোনার পদক নিয়ে আসছি, তোমরাও এটা (বিশ্বকাপ শিরোপা) জেতো।’
ব্যাটিংয়ের জন্য দুরূহ উইকেটে টসে জেতে ভারত। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে তারা। এই রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৯৮-এ থামেন শ্রীলঙ্কার মেয়েরা। জেমাইমা ভারতের পক্ষে ৪০ বলে ৫ চারে ৪২ রান করেন।

আরও পড়ুন

ম্যাচ শেষে জেমাইমা সোনা জিততে পেরে উচ্ছ্বাসের কথা বলেন এভাবে, ‘এটা দারুণ এক অনুভূতি। সোনার পদক জেতাটাই বিশেষ কিছু। আর প্রথম ভারতীয় দল হিসেবে সোনার পদক জেতায় ইতিহাসে নাম উঠে যাবে।’

সম্প্রতি এশিয়া কাপ জিতেছে ভারতের ছেলেরা
ছবি: এএফপি

অন্যদিকে ভারত এবার ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ খেলবে দেশের মাটিতে। দেশটির ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন, রোহিত-কোহলিরা তাঁদের ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জিতবে। জেমাইমার কথায়ও সেই প্রত্যাশার বিষয়টিই ধরা পড়েছে।
রোহিত-কোহলিরা কি পারবেন ভারতের মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে? এটা দেখার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের অভিযান শুরু করবে ৮ অক্টোবর।