পাকিস্তানের সমর্থনে ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ?

আইসিসির প্রতিনিধিদের সঙ্গে পরশুর সভায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে আরও একবার নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে বিসিবি। ওদিকে কাল পাকিস্তানের সংবাদমাধ্যম খবর দিয়েছে, ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান।