পাকিস্তানের বন্যা তহবিলে ম্যাচ ফির টাকা দিয়ে দেবেন বেন স্টোকস

পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তায় নিজের ম্যাচ ফির টাকা অনুদান দেবেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসইনস্টাগ্রাম

১৭ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেছে ইংল্যান্ড। গত বছর নিরাপত্তাসংক্রান্ত কারণে সফর বাতিল করার পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান গিয়ে এ সংস্করণে খেলেছে ইংল্যান্ড। তবে ২০০৫ সালের পর এই প্রথম টেস্ট সিরিজ খেলছে তারা।

ঐতিহাসিক এ সফরে গিয়েই পাকিস্তানের বন্যাদুর্গতের সহায়তা করার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টোকস জানিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রতিটির ম্যাচ ফি পাকিস্তানের বন্যাদুর্গতদের সহায়তার তহবিলে দেবেন তিনি।

স্টোকস লিখেছেন, ‘ঐতিহাসিক এ সিরিজের জন্য পাকিস্তানে প্রথমবার আসতে পেরে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দল হিসেবে আসাটা রোমাঞ্চকর। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব আছে, এখানে আসতে পারা বিশেষ কিছু। পাকিস্তানে এ বছর যে ভয়ংকর বন্যা আঘাত করেছে, সেটি দেখে খারাপ লেগেছে। এ দেশ ও দেশের মানুষদের জন্য এর প্রভাব বেশ বড়।’

খেলোয়াড়ি জীবনে বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া স্টোকস কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে চান, ‘এই খেলা জীবনে অনেক কিছু দিয়েছে আমাকে। ক্রিকেট ছাড়িয়ে কিছু ফিরিয়ে দেওয়াটাই ঠিক মনে হয় আমার কাছে। টেস্ট সিরিজ থেকে পাওয়া ম্যাচ ফি আমি পাকিস্তানের বন্যা তহবিলে দেব। যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর পুনর্গঠনে আশা করি এ অনুদান কাজে আসবে।’

১৭ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেছে ইংল্যান্ড
রয়টার্স

ইউনিসেফের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এবার প্রবল বর্ষণে হয়ে যাওয়া বন্যা ও ভূমিধসে প্রায় ১ কোটি ৬০ লাখ শিশুসহ প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গতদের সহায়তায় বিশ্বকাপের আগে বিশেষ জার্সি পরে খেলেছিল পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানে এবার প্রবল বর্ষণে হয়ে যাওয়া বন্যা ও ভূমিধসে প্রায় ১ কোটি ৬০ লাখ শিশুসহ প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে
রয়টার্স

গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের টেস্টে সর্বোচ্চ ম্যাচ ফি ছিল প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৭ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসাবেও অন্তত প্রায় ৫৩ লাখ টাকার বেশি অনুদান দিচ্ছেন স্টোকস।

আগামী ১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান ও ইংল্যান্ডের ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ ডিসেম্বর মুলতানে। করাচিতে ১৭ ডিসেম্বর শুরু হবে করাচিতে। ব্রেন্ডন ম্যাককালাম প্রধান কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর এই প্রথম দেশের বাইরে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড।