পুরানের ম্যাচসেরার পুরস্কার স্ত্রী ও নবজাতকের জন্য

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন পুরান। কাল আইপিএলেছবি: টুইটার

এবারের আইপিএলে দারুণ ছন্দে আছেন নিকোলাস পুরান। এ পর্যন্ত খেলা ৪ ম্যাচে ৪৭ গড়ে ১৪১ রান করেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। স্ট্রাইক রেটটাও দুর্দান্ত-২২০! কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্ণৌয়ের ১ উইকেটের জয়ে ৩২৬.৩১ স্ট্রাইক রেটে ১৯ বলে ৬২ রান করেছেন পুরান।

আরও পড়ুন

বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের হারাতে ৩০ বলে ৬৫ রান করেছেন লক্ষ্ণৌয়ের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস। কিন্তু ম্যাচসেরার পুরস্কার উঠেছে বিধ্বংসী ব্যাটিং করা পুরানের হাতে। ম্যাচসেরার সেই পুরস্কার নিজের স্ত্রী ও নবজাতককে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে পুরান বলেছেন, ‘আমি আমার এ পারফরম্যান্স স্ত্রী আর নবজাতককে উৎসর্গ করতে চাই।’ টস জিতে কাল বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় লক্ষ্ণৌ। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান তোলে বেঙ্গালুরু। পুরান ও স্টয়নিসের ফিফটিতে এই রান শেষ বলে অতিক্রম করেছে লক্ষ্ণৌ।

২০০ পেরোনো স্কোর ছাড়িয়ে যাওয়া নিয়ে পুরান বলেছেন, ‘স্টয়নিস ও কেএলের (লোকেশ রাহুল) অসাধারণ একটা জুটি হয়েছে। স্টয়নিস আমাদের ম্যাচে রেখেছে এবং আমি বুঝতে পেরেছিলাম, এটা ভালো উইকেট। শেষ চার ওভারে আমরা ৫০ রানও তাড়া করতে পারতাম।’