৯২ বছর পর যে ‘বিব্রতকর রেকর্ড’ ফেরাল দক্ষিণ আফ্রিকা

বোল্ড হয়ে ফিরেছেন এলগারএএফপি

২, ৪, ২, ৩—ভারতের বিপক্ষে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের রানসংখ্যা এটি। এইডেন মার্করাম, ডিন এলগার, টনি জি জর্জি ও ত্রিস্টান স্টাবসদের কেউই ৫ রানও ছুঁতে পারেননি। টেস্টে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যান ৫ রানের কমে আউট হয়েছেন ৯২ বছর আগে, ১৯৩২ সালে।

টেস্ট ইতিহাসে প্রোটিয়া ব্যাটসম্যানরা এমন ঘটনার জন্ম দিয়েছেন মোট চারবার। সব দল মিলিয়ে এমন হয়েছে মোট ২২ বার। আজকের আগে যার সর্বশেষ ঘটনা ২০২২ সালে, লর্ডসে নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টে। সেই ম্যাচে টম ল্যাথাম, উইল ইয়াং, কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের কেউই ৫ রানের বেশি করতে পারেননি।

প্রথম এমন ঘটনা ক্রিকেট–বিশ্ব দেখে ১৮৮৮ সালে। সিডনিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুর চার ব্যাটসম্যানই ৫ রানের কমে আউট হন।

অবিশ্বাস্য হলেও সত্য, সেই ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ জন ব্যাটসম্যানই আউট হন এক অঙ্কের ঘরে। সর্বোচ্চ ১০ রান আসে ৯ নম্বরে ব্যাটিং নামা টম গ্যারেটের কাছ থেকে। অস্ট্রেলিয়া অলআউট হয় ৪২ রানে। এর পরের ঘটনা একই বছরের আগস্টে। ম্যানচেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকা ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটসম্যান প্রথমবার ৫ রান করতে ব্যর্থ হন ১৮৮৯ সালে। সেই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯২ রান তুলেও ম্যাচ জিতেছিল ইনিংস ও ২০২ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে ৪৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৫ রানের আগে আউট হন শুরুর চার ব্যাটসম্যান। এরপর ১৯২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তৃতীয় ঘটনাটি ১৯৩২ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে ৩৬ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ইনিংসেই দক্ষিণ আফ্রিকার প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ রান—৪। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৪৫ রানে।

এই শতাব্দীতে আজকেরটিসহ এমন ঘটনা ঘটেছে পাঁচবার। প্রথম ২০০৫ সালে ভারত-জিম্বাবুয়ে টেস্টে।

আরও পড়ুন