বাবরের সঙ্গে সম্পর্ক নিয়ে ইমাদ, ‘আমরা শত্রু নই’

পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমছবি: টুইটার

বাবর আজম ও ইমাদ ওয়াসিম—দুজনের সম্পর্ক পাকিস্তান ক্রিকেটে বহুল চর্চিত বিষয়। কেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও পাকিস্তান দলে ইমাদ নিয়মিত নন, এই প্রশ্নেও অনেকেই বাবরের দিকে আঙুল তুলছেন। দুজনের শীতল সম্পর্কই ইমাদের জাতীয় দলে নিয়মিত না থাকার কারণ হিসেবে দেখেন অনেকে। তবে দুজনের কেউই সরাসরি এই প্রসঙ্গে কিছু বলেননি। আরও একবার ইমাদের সামনে উঠেছিল এই প্রশ্নটা। বাবরের সঙ্গে তাঁর সম্পর্কটা কেমন?

স্থানীয় এক সংবাদমাধ্যমে এই প্রশ্নের উত্তরে ইমাদ সরাসরি উত্তর দেননি। তিনি যা বলছেন, তাতে বোঝাই যাচ্ছে দুজনের সম্পর্কটা ঠিক বন্ধুসুলভ নয়। পাকিস্তানের এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘এই প্রশ্নের উত্তরটা জটিল, আমরা শত্রু নই। এটা সত্য নয়।’

আরও পড়ুন

এর আগে এই প্রসঙ্গে তিনি ক্রিকেট পাকিস্তানকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ যখন আপনি দেশের হয়ে খেলবেন, তখন অন্য সবকিছু পাশে সরিয়ে রাখবেন। আমরা এটাই করি। বাবর পাকিস্তানের অধিনায়ক, আমি শুধু একজন খেলোয়াড় হিসেবে খেলছিলাম। দুজনের মধ্যে একে অপরের জন্য সম্মান ছিল। এখনো আছে। যখন আপনি দেশের হয়ে খেলবেন, আপনি এসব সরিয়ে রাখতে বাধ্য।’

ভারতের কাছে হারের পর থেকে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে অনেক সমালোচনা সইতে হচ্ছে
ছবি : আইসিসি

বাবর ও ইমাদ দুজনেই পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের হয়ে খেলেছেন। এখন বাবর খেলছেন পেশোয়ারের হয়ে। আর করাচির নেতৃত্ব দিচ্ছেন ইমাদ।

৩৪ বছর বয়সী ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে খেলেছেন। রান করেছেন ৯৬৬ আর উইকেট নিয়েছেন ৪৪টি। পাকিস্তানের হয়ে ইমাদ টি-টোয়েন্টি খেলেছেন ৬৬টি। ব্যাট হাতে ৪৮৬ রানের পাশাপাশি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার উইকেট নিয়েছেন ৬৫টি। ইমাদ সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আছেন তিনি।  সর্বশেষ পিএসএলে অলরাউন্ড নৈপুণ্যের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরেছেন টি-টোয়েন্টি দলে।

আরও পড়ুন