আরেকটি বুমরা শো দেখার প্রস্তুতি নিতেই পারেন

ইংল্যান্ড সফরে কী করবেন যশপ্রীত বুমরা?এএফপি

যশপ্রীত বুমরা বনাম অস্ট্রেলিয়া। ভারতের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরটা শেষ পর্যন্ত এমনই হয়ে দাঁড়িয়েছিলে। ভারতীয়দের হয়ে যা লড়ার তো এক বুমরাই লড়েছিলেন।

পাঁচ ম্যাচের সিরিজটা ভারত হেরেছিল ৩-১ ব্যবধানে। তবে বুমরার ‘স্পেশাল শো’ সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিল ভারতকে। পার্থে টেস্টের প্রথম দিনের চা বিরতির আগেই প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট ভারত। এরপর সেই টেস্টটা ভারতকে ২৯৫ রানে জেতালেন বুমরা। ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১০৪ রানেই থামিয়ে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। বুমরা সিরিজের পরের চার টেস্টে পেয়েছিলেন আরও ২৮ উইকেট।

৫ ম্যাচে ৩২ উইকেট। প্রতিপক্ষের মাঠে ভারতীয় কোনো বোলারের এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন বুমরা। ভেঙেছিলেন ১৯৭৭ সালে অস্ট্রেলিয়াতেই বিষেন সিং বেদির ৩১ উইকেট নেওয়ার রেকর্ড।

সেই সিরিজের পর আজই আবার টেস্ট খেলতে নামছেন ভারতীয় ফাস্ট বোলার। হেডিংলিতে বুমরাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সিরিজটা পাঁচ ম্যাচের। উইকেটের পর উইকেট নিয়ে বুমরা কি পারবেন নিজেরই রেকর্ড ভেঙে দিতে?

ক্যারিয়ার লম্বা করতেই বেছে বেছে টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন বুমরা। নেননি অধিনায়কত্বও
রয়টার্স

যেহেতু খেলাটা ক্রিকেট, তাই শেষ কথাটা বলা দেওয়া যায় না। তবে উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বুমরা তো ইংল্যান্ড সফরে সব ম্যাচ খেলবেন না বলেই জানিয়ে দিয়েছেন। শরীরের ওপর চাপ কমাতে বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন বুমরা। ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সায় আছে এতে। সিরিজের সব ম্যাচ খেলবেন বলেই তো টেস্ট দলের অধিনায়কত্বও নেননি। কেন অধিনায়কত্ব নিলেন না, সেই ব্যাখ্যায় কয়েক দিন আগে বলেছিলেন আমি তো খেলব তিন টেস্ট, অন্য দুই টেস্টের জন্য আবার ভিন্ন অধিনায়ক লাগবে তখন। বেশি দিন ভারতের হয়ে খেলাটাই মূল উদ্দেশ্য, বলেছিলেন সেটিও।

আরও পড়ুন

তবে আজ শুরু টেস্টে যে তিনি থাকছেন সেটি আবারও নিশ্চিত করেছেন বুমরা। স্কাই স্পোর্টসকে বলেছেন সিরিজে অন্য কোন দুটি টেস্ট খেলবেন, সেটি সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি বুঝে।

টেস্ট খেলতে তৃতীয়বার ইংল্যান্ডে গেছেন বুমরা। ২০১৮ সালে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজটা ইংল্যান্ডেই খেলেছিলেন বুমরা। তিন ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। তিন বছর পর ২০২১ সালে ইংল্যান্ডে পাঁচ টেস্টে বুমরা পেয়েছিলেন ২৩ উইকেট। দুই দল মিলিয়েই সিরিজে সর্বোচ্চ উইকেট ছিল তাঁর।

৪৫ ম্যাচে ২০৫ উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা
রয়টার্স

তিন ম্যাচ খেললেও এবারও ইংল্যান্ডে ভারতের মূল বোলিং অস্ত্র যে বুমরা সেটি না বললেও চলে। ২০২১ সালের সেই সিরিজের পর বুমরা শুধু ওপরেই উঠেছেন। ওই সিরিজের পর সর্বশেষ চার বছরে খেলা সাত সিরিজের মাত্র একটিতেই ব্যর্থ ছিলেন বুমরা। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচে নিয়েছিলেন মোটে ৩ উইকেট। সেই সিরিজে ভারতও ব্যর্থ হয়েছিল শোচনীয়ভাবে। ভারতে গিয়ে ভারতকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল নিউজিল্যান্ড। ওই ব্যর্থতা অবশ্য পরের অস্ট্রেলিয়া সফরে সিরিজেই ভুলিয়ে দিয়েছেন বুমরা।

আরও পড়ুন

ইংল্যান্ডের সর্বশেষ ভারত সফরেও দারুণ বোলিং করেছেন বুমরা। ঘরের মাঠে চার টেস্টে ১৬.৮৯ গড়ে নিয়েছিলেন ১৯ উইকেট। দেশ-বিদেশ মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১৪ টেস্টে বুমরা নিয়েছেন ৬০ উইকেট। ইংলিশদের বিপক্ষে তাঁর বোলিং গড় ২২.১৬, স্ট্রাইক রেট ৪৭.২। বুমরা এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে-১২ ম্যাচে ৬৪টি।

এবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ খেলবেন বুমরা। তবে আরেকটি ‘বুমরা শো’ দেখার প্রস্তুতি নিয়ে রাখতেই পারেন।

আরও পড়ুন