অ্যামব্রোসের চোখে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ: কে আছেন, কে নেই
ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ বাছাই করা—এর চেয়ে কঠিন কাজ বিশ্বে হয়তো কমই আছে। এভারটন উইকস, ক্লাইড ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল, গ্যারি সোবার্স, ম্যালকম মার্শাল, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, রোহান কানহাই, জেফরি ডুজন, শিবনারায়ণ চন্দরপল, ল্যান্স গিবস, মাইকেল হোল্ডিং, ক্লাইভ লয়েড...কত কত বিখ্যাত নাম। এর মধ্যে ১১ জনকে বেছে নেওয়া সহজ কাজ নয়!
কঠিন এই কাজটিই খুব সহজে করেছেন কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার ক্রিকেট ধারাভাষ্যকার নিখিল উত্তমচানদানির সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ।
তা কী সেই একাদশ? কে বাদ পড়েছেন, কে–ই বা আছেন সেই একাদশে! অ্যামব্রোস নিজে কি আছেন বা তিনি কি রেখেছেন তাঁর লম্বা সময়ের বোলিং পার্টনার কোর্টনি ওয়ালশকে। এখন বিপিএলের ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে থাকা অ্যামব্রোসের সেই একাদশ দেখে আসা যেতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৮ টেস্টে ২০.৯৯ গড়ে ৪০৫ উইকেট নেওয়া অ্যামব্রোস বোলিং আক্রমণে মার্শাল, হোল্ডিংয়ের সঙ্গে নিজেকেও রেখেছেন। স্পিনার হিসেবে একাদশে রেখেছেন গিবসকে। তবে বাংলাদেশের সাবেক বোলিং কোচ আর নিজের সাবেক বোলিং পার্টনার ওয়ালশকে রাখেননি অ্যামব্রোস। তবে বাংলাদেশের সাবেক প্রধান কোচ গর্ডন গ্রিনিজ ওপেনার হিসেবে আছেন অ্যামব্রোসের একাদশে।
অ্যামব্রোসের চোখে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা একাদশ
গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, এভারটন উইকস, গ্যারি সোবার্স, জেফরি ডুজন (উইকেটকিপার), ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস, ল্যান্স গিবস। দ্বাদশ: ক্লাইড ওয়ালকট (ব্যাকআপ উইকেটকিপার)।