ভারতের পরের দুই ম্যাচেও অনিশ্চিত পান্ডিয়া

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান পান্ডিয়ারয়টার্স

বিশ্বকাপে ভারতের পরের দুটি ম্যাচও মিস করতে পারেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি এই অলরাউন্ডার। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, পান্ডিয়াকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্ণৌয়ে ২৯ অক্টোবরের ম্যাচে তিনি খেলতে পারবেন না। আগামীকাল ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যাবেন তিনি, এরপরই তাঁর ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিসিআইয়ের চিকিৎসক দল। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুধু ইংল্যান্ডের বিপক্ষে নয়, আগামী ২ নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না পান্ডিয়া।

১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। নিজের প্রথম ওভারের ৩ বল করেই উঠে যান তিনি, এরপর নামেননি আর। ২২ অক্টোবর ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তাঁকে পায়নি ভারত।

চোট পেয়ে উঠে যাচ্ছেন পান্ডিয়া, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে
রয়টার্স

অবশ্য প্রাথমিকভাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, পান্ডিয়ার চোট তেমন গুরুতর কিছু নয়। চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে তাঁকে। দলের সঙ্গে পান্ডিয়ার লক্ষ্ণৌয়েই যোগ দেওয়ার কথাও জানানো হয়েছিল তখন। এখন ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, লক্ষ্ণৌয়ে দলের সঙ্গে এই অলরাউন্ডারের যোগ দেওয়ার সম্ভাবনা কম। ক্রিকইনফো জানিয়েছে, লিগামেন্টে সমস্যা আছে পান্ডিয়ার।

নিউজিল্যান্ডের বিপক্ষে পান্ডিয়া না থাকায় দুটি পরিবর্তন আনতে হয়েছিল ভারতকে। পেসার মোহাম্মদ শামির সঙ্গে দলে এসেছিলেন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বাদ পড়েছিলেন শার্দুল ঠাকুর। ২ রান করে সূর্যকুমার রানআউট হলেও শামি নেন ৫ উইকেট।

অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্ণৌয়ে স্পিন-সহায়ক উইকেট থাকতে পারে। ভারত দলে শামির জায়গায় আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫টিতেই জিতে ভারত আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পর ভারতের প্রথম পর্বে শেষ দুটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে।