ধোনি কি তবে সিনেমায় অভিনয় করবেন

মহেন্দ্র সিং ধোনিছবি: টুইটার

মহেন্দ্র সিং ধোনির এমন ইচ্ছা আছে কি?

নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সিনেমার প্রতি ধোনির আগ্রহ যে অনেক, সেটা অজানা নয়। আগ্রহ আছে বলেই না ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ নামে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

সেই প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারিড’ প্রচার অনুষ্ঠানে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি যা বলেছেন, তাতে ধোনির ভক্তরা আশাবাদী হতেই পারেন। তামিল এই সিনেমার প্রযোজক ধোনিকে দেখা যেতে পারে প্রধান চরিত্রেও।

আরও পড়ুন

সেটা কবে? কোন সিনেমায়? এত কিছু স্পষ্ট করে না বললেও ভালো কিছু পেলে ধোনি যে অভিনয় করতে পারেন, সেই ধারণা পাওয়া গেছে। ধোনি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নে ধোনির স্ত্রী বলেছেন, ‘যদি ভালো কিছু হয়, তাহলে ধোনি হয়তো করবে। সে ক্যামেরা দেখে লজ্জা পায় না। ২০০৬ সাল থেকে সে বিজ্ঞাপন করে আসছে। ক্যামেরার মুখোমুখি হতে ধোনি ভয় পায় না। ভালো কিছু পেলে সে হয়তো করতেও পারে।’

এর আগেও কপিল দেব, ইরফান পাঠানসহ ভারতের কয়েকজন ক্রিকেটারকে সিনেমার পর্দায় দেখা গেছে। তবে সেটা কেন্দ্রীয় চরিত্রে নয়। ধোনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলে সেটা নতুন কিছু হবে।

আরও পড়ুন

সিনেমায় অভিনয় হয়তো করবেন, কিন্তু সেই সিনেমার ধরনটা কী হবে! অ্যাকশন, ড্রামা, কমেডি নাকি অন্য কিছু? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন ধোনির স্ত্রী, ‘অ্যাকশন, ধোনি সব সময় অ্যাকশন পছন্দ করে।’

‘লেটস গেট ম্যারিড’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রমেশ তামিলমানির। এই পরিচালকের চাওয়া ধোনি অভিনয় করুক সুপার হিরোর চরিত্রে, ‘ধোনি সত্যিকারের জীবনেও একজন সুপার হিরো, আমি তাকে সুপার হিরোর চরিত্রেই দেখতে চাই।’

‘ধোনি এন্টারটেইনমেন্ট’ ব্যানারে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন হারিশ কল্যাণ, ইভানা ও যোগি বাবু।

আরও পড়ুন