ইডেনের কন্ডিশন দুই দলের কাছেই অপরিচিত, বলছেন সাকিব

সাকিব আল হাসানএএফপি

বিশ্বকাপে টানা হারে বেশ চাপে আছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের টানা ৫ ম্যাচে হারের বিপরীতে পাকিস্তান হেরেছে ৪ ম্যাচ। দুই দলেরই সেমিফাইনাল স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন, তাঁরা এখন চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাওয়ার লক্ষ্যে খেলবেন।

ইডেন গার্ডেনে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে হারলে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাওয়াও কঠিন হবে। তবে চ্যালেঞ্জের এ ম্যাচে ইডেনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে বাংলাদেশ কিছুটা হলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ হারের ম্যাচটা যে কলকাতার এই ইডেন গার্ডেন স্টেডিয়ামেই খেলেছেন সাকিবরা।

আরও পড়ুন

বাংলাদেশ অধিনায়ক অবশ্য কন্ডিশন সম্পর্কে ধারণা একটু বেশি থাকার বিষয়টি বললেও নিজেদের খুব বেশি এগিয়ে রাখতে চাইলেন না। বলেছেন, শুধু মাঠে নেমে খেলে নয়, টিভিতে খেলা দেখেও কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি এই বিশ্বকাপের আগে ভারতে লম্বা সময় ওয়ানডে ম্যাচ না খেলার কারণে অভিজ্ঞতার দিক থেকে দুই দলই সমান অবস্থানে থাকবে বলে মনে করেন সাকিব।

কন্ডিশনের কারণে এগিয়ে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘আমাদের একটু বেশি ভালো ধারণা আছে। আমি নিশ্চিত যে যাদের সঙ্গে আমরা খেলব, তারাও ম্যাচটা দেখেছে। তাদেরও ধারণা আছে। উইকেট সম্পর্কে ধারণা পেতে ম্যাচটা খেলতেই হবে এমন নয়। দেখলেও একটা ধারণা হয়। প্রতিদিন আলাদা উইকেটে খেলা হয়, কন্ডিশন আলাদা হতে পারে। আমরা আগে একরকম উইকেটে খেলেছি, এখন আবার খেলব আরেক উইকেটে। হয়তো কন্ডিশন আলাদা হবে। তাই খেলার অভিজ্ঞতা কাজে আসবে কি না, তা বলা মুশকিল। কিন্তু অন্তত কিছুটা ধারণা তো থাকবে।’

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ
ছবি: এএফপি

সাকিবের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেছেন ভারতে সাম্প্রতিক সময়ে না খেলা তাঁদের ভোগাচ্ছে। এদিক থেকে সাকিব নিজেদের এগিয়ে রাখবেন কি না? জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘কন্ডিশন পরিচিত কি না, সেটা বলা মুশকিল। কারণ, আমরা ভারতে কখনো ওয়ানডে সিরিজ খেলিনি। আমাদের জন্য বলাটা মুশকিল। যারা আইপিএলে খেলেছি আমি, মোস্তাফিজ বা লিটন, আমরা হয়তো কিছুটা জানি। যারা খেলেনি তাদের ধারণা নেই। তাই দুই দলের জন৵ই অপরিচিত কন্ডিশন। কারণ, কোনো দলই শেষ ১০-১৫ বছরে খুব একটা খেলিনি। সেই দিক থেকে আসলে খুব একটা পরিচিত নই। যদিও কাছাকাছি দেশ।’

আরও পড়ুন

পাকিস্তান টানা ম্যাচ হেরে মাঠে নামবে, সেটা সুবিধার কি না? উত্তরে বাংলাদেশও যে টানা ম্যাচ হেরে এসেছে সেটাই মনে করিয়ে দিলেন সাকিব, ‘একই কথা ওরাও বলতে পারে। আমরাও পাঁচটা হেরেছি, সেই সুবিধা ওরাও নিতে পারে।’