পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে যা বললেন বোল্ট

বিরাট কোহলি ও উসাইন বোল্টছবি : টুইটার

পাকিস্তানের বিপক্ষে মহারণ। একটু বাড়তি প্রস্তুতি তো থাকবেই। ভারতীয় তারকা বিরাট কোহলিও এই ম্যাচের আগে অতিরিক্ত কয়েকটি স্প্রিন্ট সেরেই মাঠে নামছেন। সে কথা কোহলি জানিয়েছেন কাকে, জানেন তো? সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্টকে!

খোলাসা করে বলা যাক। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ কোহলিকে মেনশন করে টুইট করেন বোল্ট। সেখানে এই জ্যামাইকান কিংবদন্তি লিখেছেন, ‘এই যে কোহলি, তোমার ডাইভ দেখেছি। তুমি পিচে দ্রুততম হতে পারো, কিন্তু আমি বাতাসে দ্রুততম। তোমার পরের খেলাও দেখব। ফাটিয়ে দাও।’ এর আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে স্লিপে ডাইভ দিয়ে ক্যাচ নিয়েছিলেন কোহলি। হয়তো সেই ক্যাচ দেখেই ডাইভের কথা উল্লেখ করেছেন বোল্ট।  

আফগানিস্তানকে হারিয়ে ভারতের আজ পাকিস্তানের বিপক্ষে মর্যাদার লড়াই। শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে যেতেই নয়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা মর্যাদারও। আর পাকিস্তানকে পেলেই যে জ্বলে ওঠেন কোহলি। আরও একবার নিঃসন্দেহে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে চান তিনি। সে কারণেই বোল্টকে পাল্টা টুইটে কোহলি জানিয়েছেন, পাকিস্তান ম্যাচের জন্য তিনি প্রস্তুত।

বোল্টকে ‘পাজি’ (বড় ভাই) বলে সম্বোধন করে টুইটে কোহলি বলেছেন, ‘কালকের (আজ) বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত কয়েকটা ১০০ মিটার স্প্রিন্ট টেনেছি।’

বোল্ট এবং কোহলির ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে একই প্রস্তুতকারী সংস্থা। মূলত সেই সংস্থার উদ্যোগেই কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটভক্ত বোল্ট। বোল্টকে উত্তর দিয়েছেন কোহলিও। জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান পিউমার সঙ্গে কোহলি চুক্তি করেন ২০১৭ সালে। আর জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টারও পিউমার শুভেচ্ছাদূত।