রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

তাসকিন আহমেদপ্রথম আলো

বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়। অতীতেও এমন হয়েছে, হলো এবারও। এনামুল হককে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আজ এক সংবাদবিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

আরও পড়ুন

৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে মোট ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল।

বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সে জন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এ ছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের একপর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে, সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে।

গতকাল সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি এনামুল। চোখেমুখে হতাশাটা স্পষ্ট
প্রথম আলো

তাসকিনকে অধিনায়কত্ব দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক।’

আরও পড়ুন

এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলে সেরা পারফরমারদের তালিকায় আছেন। ৮ ইনিংসে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ ৩২৪ রান করা এনামুল এবারের বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে ১৮ উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেটশিকারি।

খুলনার বিপক্ষে গতকাল ৫৭ বলে ১০০ রানে অপরাজিত থাকলেও শেষ ওভারে দলকে জেতাতে না পারায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটু আবেগতাড়িত হয়ে পড়েন এনামুল। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়, ‘ম্যানেজমেন্ট মনে করে অধিনায়কত্বের চাপ ছাড়াই তার শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। যেটা তাকে দলের প্লে-অফে ওঠার বিষয়ে আরও বেশি মনোযোগী রাখবে বলে আমরা মনে করি।’

বিপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।