আকিব জাভেদের বদলে কে হতে পারেন পাকিস্তানের কোচ
পাকিস্তান একটা টুর্নামেন্টে ব্যর্থ হবে আর দলে নানা বদল আসবে না, সেটা কি হয়! একটা টুর্নামেন্টে ব্যর্থতার পর অধিনায়ক বদলে যাবে, পাল্টে ফেলা হবে কোচিং স্টাফ, কোনো কোনো খেলোয়াড় বাদ পড়বেন দল থেকে—পাকিস্তানের ক্রিকেটে এটাই তো নিয়মিত দৃশ্য।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পরও স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেটে পাওয়া যাচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। এবার নাকি কোপটা পড়তে পারে কোচ আকিব জাভেদের ওপর। পাকিস্তান তাদের পরবর্তী সফরে নিউজিল্যান্ড যাওয়ার আগে আকিব জাভেদকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দিতে পারে বলে খবর এসেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর শুধু কোচ বদলই নয়, আরও বড় পরিবর্তনও আসতে পারে পাকিস্তানের ক্রিকেটে। বিষয়টি নাকি সরাসরি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে মন্ত্রিসভা ও সংসদে।
সেটা না হয় হবে, কিন্তু আকিব জাভেদের জায়গায় পাকিস্তানের কোচ হতে পারেন কে, আপাতত দেশটির ক্রিকেট মহলে আলোচনা চলছে এটা নিয়েই। সম্ভাব্য বিকল্প হিসেবে আসছে পাকিস্তানেরই সাবেক কোচ মিকি আর্থারসহ ইউনিস খান ও সাকলায়েন মুশতাকের নাম।
এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের কোচ ছিলেন আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান, ২০১৮ সালে উঠেছিল টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে। এরপর ২০২৩ সালে তাঁকে পাকিস্তান ক্রিকেটের পরিচালক করে পিসিবি। আরও একবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর শরণাপন্ন হতে পারে বলে বলছে দেশটির সংবাদমাধ্যম।
ইউনিস খানও পাকিস্তানের সাবেক কোচ ছিলেন। সেটা ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ইউনিস কাজ করেছেন মূলত ব্যাটিং কোচ হিসেবে। তাঁর অধীনে বাবর আজম, ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানরা বেশ উন্নতি করেছিলেন। কিন্তু পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বিতর্কে জড়িয়ে নিজের পদ থেকে সরে দাঁড়ান ইউনিস।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর মধ্যেই সাকলায়েনের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। নিউজিল্যান্ড সফরে সাবেক এই অফ স্পিনারই হতে পারেন পাকিস্তানের প্রধান কোচ। পাকিস্তান দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁরও।