২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

১৩ ছক্কা আর ১০ চারে ২৯ বলে সেঞ্চুরি, ভাঙল ডি ভিলিয়ার্সের রেকর্ড

জেইক ফ্রেজার–ম্যাগার্কছবি: টুইটার

জেইক ফ্রেজার–ম্যাগার্ক, নামটা এর আগে শুনেছেন? আগে না শুনলেও আজ থেকে এই নামটা হয়তো ক্রিকেট ভক্তদের মনে রাখতে হবে। কারণ, ২১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে লিস্ট এ ক্রিকেট দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

তিন অঙ্ক ছুঁয়েছেন মাত্র ২৯ বলে। এর আগে ডি ভিলিয়ার্স সেঞ্চুরি করেছিলেন ৩১ বলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েছিলেন ডি ভিলিয়ার্স।

আরও পড়ুন

দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে আজ ফ্রেজার–ম্যাগার্কের ইনিংসটি ছিল ৩৮ বলে ১২৫ রানের। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মেরেছেন তিনি। ছক্কা মেরেছেন ১৩টি, চার ১০টি। অবিশ্বাস্য হলেও সত্যি যে ফ্রেজার–ম্যাগার্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে।

দ্য মার্শ কাপে ম্যাচটি ছিল তাসমানিয়া ও সাউথ অস্ট্রেলিয়ার। যেখানে আগে ব্যাটিং করে তাসমানিয়া তুলেছিল ৯ উইকেটে ৪৩৫ রান, যা অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। রেকর্ড ৪৩৬ রান তাড়া করতে নেমে জবাবটা এভাবেই দেন ফ্রেজার–ম্যাগার্ক। অবশ্য দলীয় ইনিংসের শুরুর দুই ওভারে মাত্র ১ বল খেলেছিলেন ফ্রেজার–ম্যাগার্ক। ঝড়টা মূলত তিনি শুরু করেছেন ইনিংসের তৃতীয় ওভার থেকে।

তাসমানিয়া পেসার স্যাম রেইনবার্ডের এক ওভারে ৪ ছক্কা ও দুই চারে ৩২ রান নিয়ে যার শুরু। সাউথ অস্ট্রেলিয়ার এই ওপেনার ফিফটি করেছেন ১৮ বলে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে যেটা দ্রুততম। এর আগে ১৯ বলে ফিফটির রেকর্ড ছিল গ্লেন ম্যাক্সওয়েলের।

আরও পড়ুন

ফ্রেজার–ম্যাগার্ক সেঞ্চুরি পান ইনিংসের নবম ওভারে। অস্ট্রেলিয়ান পেসার বিলি স্টানলেকের বলে মাঠের তিন কোনায় টানা তিন ছক্কা মারেন তিনি। এরপর বাউন্ডারি আর এক সিঙ্গেলে পান ম্যাজিক ফিগারের দেখা। সেঞ্চুরির পরও ঝড় থামার নাম ছিল না। ইনিংসের দশম ওভারে স্পিনার প্যাডি ডুলির ওভারে টানা চারটি চার ও এক ছক্কা মারেন তিনি।

লিস্ট এ ক্রিকেটে এটা ফ্রেজার–ম্যাগার্কের প্রথম সেঞ্চুরি। এর আগে ১৩ ইনিংস খেলে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রান পেয়েছিলেন তিনি। সেটাও এসেছিল চার বছর আগে ২০১৯ সালে তাঁর অভিষেক ম্যাচে। তাঁর অভিষেক হয়েছিল ভিক্টোরিয়ার হয়ে।

সাউথ অস্ট্রেলিয়া অবশ্য সম্ভাবনা জাগিয়েও ম্যাচটা জিততে পারেনি। ৪৬.৪ ওভারে ৩৯৮ রানেই গুটিয়ে গেছে তারা।

আরও পড়ুন