লিটনদের চূড়ান্ত স্বপ্ন এশিয়া কাপের ট্রফি উঁচিয়ে ধরা

এশিয়া কাপে খেলার জন্য বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার দিন আজ। সকালে প্রথম দফায় দুবাইয়ের বিমানে উঠেছেন অধিনায়ক লিটন দাসসহ বেশ কয়েকজন। বাকিরা যাবেন রাতে। দুবাইগামী বিমানে উঠেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ক্রিকেটাররা। অধিনায়ক লিটন দাস বিমান থেকে দেওয়া নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। একটি করে ম্যাচ ধরে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্য ট্রফি উঁচিয়ে ধরা।’
১ / ৬
বাংলাদেশের টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এবারই প্রথম বড় টুর্নামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন দাস
ফেসবুক/লিটন দাস
২ / ৬
ইনিংসের শুরুতে বাংলাদেশ দল তাকিয়ে থাকবে এ দুজনের দিকেই। ওপেনিংয়ের দুই সঙ্গী বিমানে উঠে ছবিও তুলেছেন একসঙ্গে
ফেসবুক/তানজিদ হাসান
৩ / ৬
শামীম হোসেন সব সময়ই স্টাইলিশ ছবি তুলতে পছন্দ করেন। এখানেও ব্যতিক্রম নয়
ফেসবুক/শামীম হোসেন
৪ / ৬
দুই বছর পর নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফিরেছেন সাইফ হাসান, খেলতে যাচ্ছেন এশিয়া কাপেও
ফেসবুক/সাইফ হাসান
৫ / ৬
রিশাদ হোসেনও এশিয়া কাপ খেলতে যাচ্ছেন প্রথমবার
ফেসবুক/রিশাদ হোসেন
৬ / ৬
মেহেদী হাসানের সেলফিতে সাইফ ও রিশাদ
ফেসবুক/মেহেদী হাসান