আইপিএল: ছিটকে যাওয়া মুম্বাইয়ের সংসারে গৃহদাহ

আইপিএল থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানসবিসিসিআই

এবারের আইপিএল থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে টানা তিন হারে আইপিএল শুরু করে মুম্বাই। এরপর ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতলেও আবার মুম্বাই হারে টানা ৪ ম্যাচে। সেখানেই মূলত প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যায় তাদের। অঙ্কের হিসাবে যতটুকু টিকে ছিল, সেটাও কাল সানরাইজার্স হায়দরাবাদের জয়ে শেষ হয়ে গেছে।

ছিটকে যাওয়া মুম্বাই ড্রেসিংরুমে বিভেদের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের কয়েকজন সিনিয়র ক্রিকেটার পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন

আইপিএলে শুরুর দিকে মুম্বাইয়ের নড়বড়ে অবস্থা নতুন কিছু ছিল না। মুম্বাই একাধিক মৌসুমে নিজেদের প্রথম কয়েকটি ম্যাচে হেরেছে। টানা ৫ ম্যাচ হেরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের কীর্তিও আছে তাদের। তাই মুম্বাইয়ের শুরুর হারগুলোকে সাধারণত স্বাভাবিকভাবেই নেওয়া হয়। তবে এবার প্রথম ৩ ম্যাচ হারতেই মুম্বাইয়ের সমর্থকেরা নতুন অধিনায়ক পান্ডিয়ার নেতৃত্ব ও নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন।

টুর্নামেন্টের শুরু থেকেই পান্ডিয়াকে দুয়ো দিয়েছেন মুম্বাইয়ের সমর্থকেরা
বিসিসিআই

অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই পান্ডিয়াকে দুয়ো দিয়েছেন মুম্বাইয়ের সমর্থকেরা। তাতে পান্ডিয়ার দায় কমই, তবে সেই ট্রলের জবাব দেওয়ার জন্য যে পারফর্ম করার প্রয়োজন ছিল, মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে পান্ডিয়া তার ধারেকাছেও করতে পারেননি। বরং অনেক ভুল করেছেন বলেই ধারণা বিশ্লেষকদের।

গত ২৭ এপ্রিল দিল্লির কাছে হারার পরে সতীর্থদের দায়ও দিয়েছিলেন পান্ডিয়া। মুম্বাই অধিনায়ক তিলক বর্মাকে ইঙ্গিত করে বলেছিলেন, ‘যখন অক্ষর প্যাটেল একজন বাঁহাতিকে বল করছিল, তাকে আক্রমণ করাই ভালো অপশন ছিল। এই ম্যাচ সচেতনতাটুকু আমরা দেখাতে পারিনি। যেটাই আমাদের ম্যাচে পিছিয়ে দিয়েছে।’

সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে সর্বশেষ ম্যাচে জিতেছিল মুম্বাই
বিসিসিআই

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দলের ব্যর্থতা একজনের কাঁধে দেওয়া ড্রেসিংরুমের সবাই খুব ভালোভাবে নেননি। এরপর টিম ম্যানেজমেন্ট ও দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার আলোচনায় বসেন। এমনকি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে বসা হয়েছিল। সম্প্রতি দলের সিনিয়র কয়েকজন ক্রিকেটার ড্রেসিংরুমের এই অবস্থার জন্য পান্ডিয়ার নেতৃত্বের ধরনকে দায়ী করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন

মুম্বাই কর্তৃপক্ষের একজনের উদ্ধৃতি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে তিনি দাবি করেছেন, ‘এটা একটা সাধারণ সমস্যা, নেতৃত্ব পরিবর্তন হলে এমনটা হয়। খেলাধুলাতে এটা সব সময়ই হয়।’

১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের অবস্থান তালিকার ৯ নম্বরে। এখনো দুটি ম্যাচ হাতে আছে মুম্বাইয়ের। কলকাতা নাইট রাইডার্স (১১ মে) ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের (১৭ মে) বিপক্ষে খেলবে তারা।