কামিন্স তো ফিরেছেনই, অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াডে আরও যাঁরা আছেন

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সএএফপি

অবশেষে এবারের অ্যাশেজে প্যাট কামিন্স খেলতে যাচ্ছেন, এটা অ্যাডিলেডের স্কোয়াড ঘোষণার আগেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ সেই আনুষ্ঠানিক ঘোষণাও এল।

চোটের পর দীর্ঘ পুনর্বাসন ও পুরো ফিট হওয়ার অপেক্ষা শেষে আবার ব্যাগি গ্রিন মাথায় অস্ট্রেলিয়ার হয়ে টস করতে দেখা যাবে কামিন্সকে। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ অ্যাডিলেড টেস্টের জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা করেছে, তাতে কামিন্সই একমাত্র সংযোজন।

পার্থ ও ব্রিসবেন দুই টেস্টেই ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে আছে। অ্যাডিলেডে ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

এ বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স। তাঁর জায়গায় অ্যাশেজের প্রথম দুই টেস্টে অধিনায়কত্ব করেছেন স্টিভেন স্মিথ। তবে অ্যাডিলেডে যে কামিন্সই অস্ট্রেলিয়ার হয়ে টস করতে নামবেন, সেটা পরিষ্কার অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথাতেই, ‘আমরা মনে করি, সে এখন মাঠে নামার জন্য যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত।’

চোট কাটিয়ে দলে টিকে গেছেন অভিজ্ঞ ওপেনার উসমান খাজা। স্কোয়াডে থাকলেও পিঠের চোটে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে দলে নেওয়া হয়েছিল জশ ইংলিসকে। তবে ওপেনিংয়ে নয়, ইংলিস ব্যাটিং করেছিলেন মিডল অর্ডারে। আর পার্থের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও ওপেনিংয়ে জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ব্যাট করেন ট্রাভিস হেড।

দলে আছেন উসমান খাজা
উসমান খাজার ইনস্টাগ্রাম হ্যান্ডল

হেড যদি তাঁর ঘরের মাঠ অ্যাডিলেড ওভালে আবারও ওপেন করেন, তবে খাজাকে হয়তো ব্যাটিং অর্ডারে একটু নিচে দেখা যেতে পারে। ম্যাকডোনাল্ডও আভাস দিয়েছেন সেই সম্ভাবনার, ‘উজ্জি (খাজা) পুরো ফিট থাকার কথা। তারপর উইকেট দেখে ব্যাটিং অর্ডার ঠিক করব। অনেকে ধরে নেয় যেন সে শুধু ওপেনই করতে পারে। আসলে তা নয়।’

আরও পড়ুন

একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ স্পিনার ও টেস্টে ৫৬২ উইকেটের মালিক নাথান লায়নও। গ্যাবায় অস্ট্রেলিয়া পুরো পেস আক্রমণ নিয়ে নামায় ১২ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে দর্শক হয়ে থাকতে হয়েছিল লায়নকে।

অ্যাডিলেডে স্পিন–বান্ধব উইকেট হলে লায়নের সুযোগ বাড়বে। সে ক্ষেত্রে কামিন্স–মিচেল স্টার্কের সঙ্গে আর একজন পেসারকেই হয়তো দেখা যাবে একাদশে। তার মানে স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মধ্যে সুযোগ পাবেন যেকোনো একজন।

অ্যাডিলেড টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, উসমান খাজা,  ট্রাভিস হেড, জ্যাক ওয়েদেরাল্ড, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, মিচেল স্টার্ক, নাথান লায়ন, মাইকেল নেসার, বো ওয়েবস্টার, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট।

আরও পড়ুন