ভারতে ফিরতেই দেনার দায়ে আইনি নোটিশ পেলেন নীতীশ রেড্ডি
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। পুনর্বাসনের জন্য ফিরেছেন ভারতেও। তবে দেশে ফিরতে না ফিরতেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।
বেঙ্গালুরুভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড তাঁর বিরুদ্ধে পাঁচ কোটি রুপির বেশি বকেয়া পরিশোধ না করার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছে। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
মামলাটি আদালতে তালিকাভুক্ত হয়েছে এবং আগামীকাল দিল্লি হাইকোর্টে এর শুনানি হবে। এটি সালিশি ও মীমাংসা আইন, ১৯৯৬-এর ১১ (৬) ধারা অনুসারে দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নীতীশ রেড্ডি চুক্তি ভঙ্গ করেছেন এবং চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করে সংস্থাটির আর্থিক ক্ষতি করেছেন।
ভারতের আরেক সংবাদমাধ্যম নিউজ ১৮ তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের পরিচালক শিব ধাওয়ান মামলা করার কথা স্বীকার করেছেন। তবে তিনি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
নীতীশ রেড্ডি এই সংস্থার সঙ্গে প্রায় তিন বছর যুক্ত ছিলেন। তবে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন তিনি সংস্থাটির সঙ্গে চুক্তি বাতিল করেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকাজে নিয়মিত অংশ নিতেন। কিন্তু গত ডিসেম্বর থেকে তাঁর অনুপস্থিতি চোখে পড়ে।
চোটের কারণে নীতীশ রেড্ডি ইংল্যান্ড সফরের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন। বাঁ পায়ের হাঁটুতে চোট পাওয়ায় তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, পুনর্বাসনের জন্যই রেড্ডিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে একাদশে জায়গা হয়নি নীতীশের। তবে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে খেলেছেন। বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভালো করতে না পারলেও লর্ডস টেস্টে তিনি আলো ছড়ান। প্রথম ইনিংসে এক ওভারেই ফেরান ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলিকে। দ্বিতীয় ইনিংসে আবার ফেরান ক্রলিকে। ব্যাট হাতে করেন ৩০ ও ১৩ রান। যদিও ভারত ম্যাচটি হেরে যায় ২২ রানের ব্যবধানে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে নীতীশের জায়গায় খেলছেন শার্দূল ঠাকুর। ম্যাচের শেষ দিন আজ। পাঁচ ম্যাচের সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।