প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকেএএফপি

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকার জন্য পুরোপুরি ‘প্রস্তুতি’ ছিল না এই সিরিজ। এই টুর্নামেন্টে খেলা অর্ধেকই যে নেই প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির দলে। এসএটোয়েন্টির কোয়ালিফায়ার ও ফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ছাড়াই যে টুর্নামেন্টটি খেলেছে দক্ষিণ আফ্রিকা।

গতকাল পাকিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে দক্ষিণ আফ্রিকার। দলটির অর্ধেকের মতো খেলোয়াড়ই ফিরে যাচ্ছেন বাড়িতে। যাঁদের একজন ম্যাথু ব্রিটজকে দারুণ দুটি রেকর্ড নিয়েই দক্ষিণ আফ্রিকা ফিরছেন।

পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করার পথে ম্যাথু ব্রিটজকে
এএফপি

চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সবাই থাকলে ব্রিটজকের পাকিস্তানে বিপক্ষে খেলাই হতো না। সেই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ক্যারিয়ারের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। আর সেই ম্যাচে ১৫০ রান করে এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন ব্রিটজকে। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার।

কাল পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কেড়েছেন ব্রিটজকে। দুই ম্যাচে ২৩৩ রান করেছেন ব্রিটজকে, ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটসম্যান তিনিই। হেইন্স ক্যারিয়ারে প্রথম দুই ইনিংসে করেছিলেন ১৯৫ রান।

আরও পড়ুন

ওয়ানডেতে প্রথম দুই ইনিংসে সবচেয়ে বেশি রান

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর ম্যাথু ব্রিটজকে
এএফপি

ব্রিটজকে আবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে কবে সুযোগ পাবেন, কে জানে! তবে সুযোগ মিললে প্রথমবার ব্যাটিংয়ে নেমে ৩২ রান করলেই প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়বেন ব্রিটজকে।

ওয়ানডেতে প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিক নাইটের। ইংল্যান্ড ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে দুই সেঞ্চুরিতে করেছিলেন ২৬৪ রান।

আরও পড়ুন