হাফিজ বারবার কোহলিকে ‘স্বার্থপর’ বলার কারণ খুঁজে পেয়েছেন ভন

শচীন টেন্ডুলকারের ৪৯ শতকের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিছবি: এএফপি

মোহাম্মদ হাফিজের সঙ্গে বিরাট কোহলির কি কোনো পুরোনো ‘শত্রুতা’ আছে? আর না হলে কারণে-অকারণে বারবার কেন ভারতের ব্যাটসম্যানকে খোঁচা দেবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ে অসাধারণ এক শতক করেছেন কোহলি, হয়েছেন ম্যাচসেরা। কিন্তু ১০১ রানের অপরাজিত ইনিংসে কোহলি ১২১ বল খেলায় তাঁকে ‘স্বার্থপর’ বলেছিলেন হাফিজ। বিষয়টি অবশ্য ভালো লাগেনি ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদের। হাফিজের সমালোচনা করেছেন তিনি।

গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে চাপের মুখে দুর্দান্ত এক শতক করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। সেই ইনিংস দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাঁর প্রশংসা করতে গিয়ে আবার কোহলিকে খোঁচা দেন হাফিজ। তিনি লিখেছেন, ‘ত্রাতা বেন স্টোকস। ভালো, চাপের মুখে ইনিংস ধরে খেলেছে, আবার রান বাড়ানোর জন্য যখনই আক্রমণাত্মক খেলতে হয়েছে, খেলেছে। স্বার্থপর আর নিঃস্বার্থের দুর্দান্ত উদাহরণ।’

এরপর কোহলির সমর্থনে এগিয়ে এলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এক্সে কোহলির পক্ষ নিয়ে হাফিজকে উল্টো খোঁচা দিয়েছেন তিনি। ২০১২ সালে এক ম্যাচে কোহলির বলে হাফিজ বোল্ড হয়েছেন, এমন একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হাফিজ, আমার কাছে মনে হচ্ছে তুমি কোহলির বলে বোল্ড হয়ে গেছ! তাকে (কোহলি) ধারাবাহিক আক্রমণ করে যাওয়ার কারণ কি এটাই...।’

এর আগে এক টুইটে বেন স্টোকসের প্রশংসা করতে গিয়েও অবশ্য হাফিজকে খোঁচা দিয়েছেন ভন। তিনি টুইটে লিখেছেন, ‘স্টোকসির কাছ থেকে দুর্দান্ত ইনিংস।’ এরপর হাফিজকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এর চেয়ে ভালো আক্রমণের বিপক্ষে কলকাতায় কঠিন উইকেটে বিরাটও এই কাজ করেছে।’